• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

এবার ব্রিটিশ পার্লামেন্ট প্রাঙ্গণে পুলিশকে ছুরিকাঘাত


প্রকাশিত: ১২:৫০ এএম, ২৩ মার্চ ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১০৪ বার

অনলাইন ডেস্ক রিপোর্টার :  লন্ডনে ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার পর 333যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় এক নারী নিহত হয়েছে। এছাড়া পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের পর ওই আততায়ীকে গুলি করেছে পুলিশ।যুক্তরাজ্যের সংসদীয় নেতা ডেভিড লাইডিংটনের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশের ওপর হামলার আগে ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়া হয়-

এতে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেলে প্রথমে ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের একটি গাড়ি চাপা দেওয়ার পর পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনস্টার প্যালেসে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে আততায়ী পুলিশের গুলিতে আহত হয়।
nn
এক প্রতিবেদনে ডেইলি মেইল জানিয়েছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদেরকে চাপা দেয় একটি গাড়ি। এতে ১০ জনেরও বেশি আহত হয়। পথচারীদের চাপা দেওয়ার পর এক ব্যক্তি পার্লামেন্ট ভবনের সামনের খোলা অংশে ঢুকে পড়ে এবং এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। পুরে পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে।

ব্রিটিশ পার্লামেন্ট প্রাঙ্গণে পুলিশকে ছুরিকাঘাত, হামলাকারী গুলিবিদ্ধ
এক আততায়ীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হওয়ার পর পুলিশ ওই আততায়ীকে গুলি করে। ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে এ ঘটনার পর আহতদের সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়-

এক প্রত্যক্ষদর্শী টেলিগ্রাফকে জানান, হামলাকারী একজন মধবয়সী এশিয়ান। হালকা জ্যাকেট, গাঢ় রংয়ের ট্রাউজার ও শার্ট পরিহিত ওই ব্যক্তির হাতে  সাত থেকে আট ইঞ্চি লম্বা একটি ছুরি ছিল। এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করার পর তিনি পার্লামেন্ট ভবনের মূল ফটক দিয়ে ভেতরে ঢুকে পার্লামেন্ট ভবনের দিকে দৌঁড়াচ্ছিলেন; আর পুলিশ সদস্যরা তাকে তাড়া করছিল।

স্কটল্যান্ড ইয়ার্ড প্রাথমিকভাবে এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে। তারা বলছে, যেহেতু এখন পর্যন্ত অন্য কোনো যোগসূত্র পাওয়া যায়নি, তাই ওয়েস্টমিনিস্টারে সংঘটিত ঘটনাকে প্রাথমিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে।

এদিকে এ ঘটনার পরপরই পার্লামেন্ট ভবনে থাকা ব্রিটিশ প্রদানমন্ত্রী টেরেসা মেকে দ্রুত একটি গাড়িতে করে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।