এবার বাঘের মাংসে পিকনিকে তোলপাড়
এবার ৩০ ফিট লম্বা বাঘ মেরে তার মাংস দিয়ে পিকনিক করা নিয়ে তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে ভারতের জলপাইগুড়ি জেলায়। পুলিশ বলেছে চিতা বাঘের মাংস দিয়ে পিকনিক করার অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি থেকে জানাচ্ছেন:-চিতাবাঘ শিকার করে,কেটে মাংস রান্না করে চড়ুইভাতি করেছিল চোরাশিকারিরা। পরিকল্পনা ছিল আরও বড়। ১০ লক্ষ টাকায় ওই চিতার চামড়া বিক্রি করার পরিকল্পনা ছিল চোরাশিকারিদের। তবে শেষরক্ষা হলো না।
স্কুল ব্যাগ থেকে কয়েকদিন আগেই শিকার করা লেপার্ড বা চিতাবাঘের রক্তমাখা চামড়া উদ্ধার হয়েছিল জলপাইগুড়ির গোরুমারা অভয়ারণ্যের কাছ থেকে। তারও দিন কয়েক আগে গোরুমারার ভিতরে গন্ডার চোরাশিকার করে খড়্গ কেটে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছিল। তবে চিতার মাংস দিয়ে বনভোজন, এ কথা বনদফতরেরও ভাবনার অতীত ছিল।
জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্স-এর রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে রবিবার গোরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে এই চিতার চামড়া উদ্ধার হয়। মোটর বাইকে করে এটি পাচার করা হচ্ছিল নেপালে। তার আগেই চিতার মাংস রেধে খেয়ে নেন অভিযুক্তরা। ১০ ফুট দৈর্ঘ্যের চামড়াটি আনুমানিক ১০ লক্ষ টাকায় বিক্রি করার পরিকল্পনা ছিল চোরাশিকারিদের। সূত্রের খবর ৪-৫ দিন আগেই মারা হয়েছিল চিতাবাঘটিকে।
রেঞ্জার স্পেশাল টাস্ক ফোর্স সঞ্জয় দত্তর নেতৃত্বে একটি দল গজলডোবা এবং ওদলাবাড়ি এলাকা থেকে চোরাশিকারীদের ধরে। তাদের কাছেই মৃত চিতাটির রক্তমাখা চামড়া হলুদ গুঁড়ো মাখানো অবস্থায় ছিল। ততক্ষণে মাংস উদরস্থ করে ফেলেছে এই গুণধররা।ধৃতেরা সকলেই নাগরাকাটা ও গরুমারা লাগোয়া লাটাগুড়ির বাসিন্দা। এদের নাম কিষান তামাং(৩৭), মোহন মুন্ডা (২৮), সঞ্জয় অধিকারী (২২), রঞ্জিত মোহন্ত (২৪) এবং বিকাশ রাই (৩০)।