• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

এবার পায়ূপথে ইয়াবা এনে ধরা


প্রকাশিত: ১০:৪৭ পিএম, ৩১ জানুয়ারী ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৪৪ বার

 

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত মো. বিল্লাল (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য পায়ু পথ দিয়ে ইয়াবা পাচার করতেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার বিল্লাল।আজ বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১-এর অতিরিক্তি পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতেন বিল্লাল। এই সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন তার ছেলে অয়ন (২৫) ও স্ত্রী লিপী (৪০)। বিল্লালের ছেলে ও স্ত্রি খুচরা মাদক ব্যবসায়ীদেরকে পরিচালিত করতেন। আর বিল্লাল নিজে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসতেন। এভাবে তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি বিল্লালের এই মাদক কেনাবেচার খবর আসে র‌্যাব-১১-এর কাছে।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, অনেক দিন ধরেই তার গতিবিধির ওপর নজরদারি শুরু করে র‌্যাব। অবশেষে র‌্যাব-১১-এর একটি দল বৃহস্পতিবার ভোরে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ৪ নম্বর রোড এবং বাড়ি নম্বর ২৫১/এ ব্যবসায়ী ইমরান হোসেন ইপুর মালিকানাধীন বিসমিল্লাহ মঞ্জিলের নিচ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। ওই ফ্ল্যাটটিতে বিল্লাল, তার ছেলে ও স্ত্রী লিপীকে নিয়ে বসবাস করেন।

র‌্যাব-১১-এর কাছে আগে থেকেই খবর ছিল যে, বিল্লাল আজ সকালে ইয়াবার একটি চালান নিয়ে আসছে। সেই তথ্যের ভিত্তিতে বিল্লালের ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ফ্ল্যাট তল্লাশি করে ২০০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল স্বীকার করে, তিনি পায়ু পথ দিয়ে পাকস্থলীতে আরও ২ হাজার ২০০ পিস ইয়াবা বহন করে এনেছে। এরপর তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরের মাধ্যমে তার শরীরে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়।