এবার পাতাল রেলে জঙ্গি হামলা-রাশিয়ায় নিহত ১০
ডেস্ক রিপোর্টার : এবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি পাতাল রেলস্টেশনে জঙ্গি হামলায় ১০ জন নিহত হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, শহরের সেন্যায়া স্কয়ার স্টেশন নামের স্টেশনে ওই বিস্ফোরণ ঘটে। তাস জানিয়েছে, নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে অসংখ্য ব্যক্তি। তবে আহতের সংখ্যা জানা যায়নি।
তবে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ৩০ জন আহত হয়েছে। বিবিসি জানিয়েছে, সামাজিক গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, একটি রেল কামরার দরজা উড়ে গেছে। কামরার ভেতর বিধ্বস্ত।
এ ছাড়া অন্য একটি ছবিতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফরমের মাটিতে শুয়ে আছেন আতঙ্কিত মানুষ। বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো স্টেশন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন সেন্ট পিটার্সবার্গেই আছেন। সেখানে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক হওয়ার কথা তাঁর। তাস জানিয়েছে, ওই ঘটনার পর বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।