• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

এবার নিউজিল্যান্ড দেখবে দ্যা ফিজের জাদু’র ভেলকি!


প্রকাশিত: ৬:১৬ পিএম, ৯ ডিসেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৭৪ বার

প্রিয়া রহমান  :  তৈরী ‘দ্য ফিজ’। এবার নতুন করে হারানোর পালা নিউজিল্যান্ডকে। কাঁধের চোটে পাঁচ মাস দলের বাইরে। এরপর এই ফেরা-। fij-1-www-jatirkhantha-com-bdমোস্তাফিজের বোলিং দেখার জন্যে দেশবাসী ব্যাকুল হয়ে আছে। দীর্ঘ পুনর্বাসন শেষে প্রায় ফিট হয়ে উঠেছেন। ট্রেনার, বিসিবির চিকিৎসকেরা বলছেন, মোস্তাফিজ সামর্থ্যের প্রায় ৯০ ভাগ দিয়ে বল করতে পারছেন। 3

কিন্তু তাঁর হাতে থাকা ‘মারণাস্ত্র’ কাটারগুলো নিয়ে কাজ করা হয়নি। সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পেই মোস্তাফিজ শতভাগ ফিট হয়ে যাবেন বলে আশা টিম ম্যানেজমেন্টের।প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলছেন, ‘ওয়ানডেতে না হলেও আশা করি টি-টোয়েন্টি থেকে ওকে দলে পাব। অস্ট্রেলিয়া যাওয়ার পরই বোঝা যাবে তাকে কবে থেকে খেলানো যাবে।’fij-1-www-jatirkhantha-com-bd-2

আন্তর্জাতিক ক্রিকেটে এসেই হইচই ফেলা দেওয়া মোস্তাফিজ দলে না থাকাটা যে কতটা ক্ষতি, সেটি আজ নিউজিল্যান্ড সফর-পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন মাশরাফি বিন মুর্তজা, ‘সর্বশেষ ইংল্যান্ড সিরিজে আমরা মোস্তাফিজকে পাইনি। কিছুটা হলেও ক্ষতি হয়েছে। ও saifuddinথাকলে হয়তো দুইটা টেস্টই কিংবা ওয়ানডে সিরিজ জিততে পারতাম।’
4saifuddin
ওয়ানডে অধিনায়কের মোস্তাফিজকে ফিরে পাওয়ার ব্যাকুলতার আরও একটা কারণ আছে। এক বছরেরও বেশি সময় ধরে ওয়ানডে দলে নেই মোস্তাফিজ। সর্বশেষ ওয়ানডে ২০১৫ সালের নভেম্বরে। জাতীয় দলের হয়েই সর্বশেষে খেলেছেন গত মার্চে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর আইপিএল মাতিয়ে কাউন্টি খেলতে গেলেন। সেখানেই ধরা পড়ল চোট। মোস্তাফিজ তখন থেকে ঘরোয়া ক্রিকেটেও নেই।

নিউজিল্যান্ডের এবারের বাংলাদেশ সফরটা অন্য রকম। ঘরের মাঠে টানা একের পর এক সাফল্যের পর সবাই মেনে নিয়েছে, নিজ দেশে বাংলাদেশ এখন ভয়ংকর এক প্রতিপক্ষ। ইয়ান বোথামরা এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বাংলাদেশ বিদেশের মাটিতে জিতে দেখাক। বাংলাদেশের জন্য নিউজিল্যান্ড সফরটা সেই সুযোগ হয়ে এসেছে।

সাম্প্রতিক সাফল্যের সঙ্গে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলতে পারে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের খেলাও।আর এই গুরুত্বপূর্ণ যাত্রায় দলের সেরা অস্ত্রগুলোর একটিকে ফিরে পাওয়া বাংলাদেশী টাইগাররা এখন আত্মবিশ্বাসে টাইটুম্বর।এখন শুধু অপেক্ষা ও দেখার পালা দ্যা ফিজ এর নয়া জাদুকরী অ্যাকশান।