• রোববার , ২৯ ডিসেম্বর ২০২৪

এবার ধর্ষণ মামলায় নারীমন্ত্রী পাকরাও


প্রকাশিত: ৩:০২ পিএম, ৪ সেপ্টেম্বর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৭ বার

 

ডেস্ক রিপোর্টার : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকারের বরখাস্তকৃত নারী ও শিশু উন্নয়নমন্ত্রী 4সন্দ্বীপ কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার যৌন নির্যাতনের অভিযোগে দায়ের মামলায় আম আদমি পার্টির এই নেতাকে গ্রেফতার করা হয়। খবর এনডিটিভির।

সন্দ্বীপের বিরুদ্ধে পুলিশের কাছে ৪০ বছর বয়সী এক নারী এ নির্যাতনের অভিযোগ করেছেন।অভিযোগে তিনি বলেন, বছর খানেক আগে রেশন কার্ড দেয়ার কথা বলে সন্দ্বীপ তাকে ডেকে নেন। পরে নেশা জাতীয় ওষুধ দিয়ে বেহুঁশ করে ধর্ষণ করেন। এরপর গোপনে সেই ধর্ষণের ভিডিও ধারণ করেন সন্দ্বীপ। পরে তা ছড়িয়ে দেয়া হয়।
2
৯ মিনিটের এ ধর্ষণ ভিডিওটি প্রকাশ্যে আসার পর ওই নারী একটি এনজিওর সহায়তায় অভিযোগটি দায়ের করেন।
দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ভিকরাম জিৎ সিং জানান, সন্দ্বীপ কুমারের বিরুদ্ধে সুলতানপুরি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে মন্ত্রিত্ব পাওয়ার পরই সন্দ্বীপ ওই মহিলাকে ধর্ষণ করেন বলে উল্লেখ করা হয়েছে।

নির্যাতিতা নারীর বাড়ি হিমাচল প্রদেশে। তবে গত ২০ বছর যাবৎ তিনি দিল্লিতে অবস্থান করছেন। বিবাহিত ওই নারীর ৪ সন্তান রয়েছে।তবে সেক্স টেপ কেলেংকারির কারণে বরখাস্ত আম আদমির এই নেতা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, দলিত বলে আমাকে টার্গেট করা হয়েছে।

এদিকে সন্দ্বীপকে বরখাস্তের মধ্য দিয়ে গত ১৯ মাসে বিভিন্ন অভিযোগে ৩ মন্ত্রীকে সরিয়ে দিয়েছে দিল্লির আম আদমি পার্টির সরকার।এ বিষয়ে পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, নীতির প্রশ্নে আমরা কোনো আপস করব না। দুর্নীতি সহ্য করার চেয়ে আমাদের মরে যাওয়াই শ্রেয়।