• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

এবার ক্লিনিকে তরুণী খুন


প্রকাশিত: ১১:২২ পিএম, ২ ফেব্রুয়ারি ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯৩ বার

?????????
স্টাফ রিপোর্টার :  রাজধানীর বাড্ডা থানাধীন একটি ডেন্টাল ক্লিনিক থেকে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড্ডা থানার পুলিশ খবর পেয়ে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে  ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, আজ বিকেলে হায়দার ডিজিটাল ডেন্টাল ক্লিনিক নামে ওই প্রতিষ্ঠান থেকে লিজা (২০) নামে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই ক্লিনিকে রিসিপশনিস্ট হিসেবে চাকরি করতো।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে বা কারা এ ঘটনায় জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।তিনি আরও বলেন, হত্যার রহস্য উদঘাটনে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।