• বুধবার , ২৭ নভেম্বর ২০২৪

এবার কার্টার যাদুকর মুস্তাফিজ এবং ওয়ার্নারের দাপটে জিতল হায়দরাবাদ


প্রকাশিত: ২:৪৩ এএম, ১৯ এপ্রিল ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৩৯ বার

ক্রিকইনফো অবলম্বনে আসমা খন্দকার  :   শেষ দুই ওভারে মুস্তাফিজ দুর্দান্ত বোলিং দেখল 2বিশ্ববাসী।দিলেন মাত্র ৪। আর নিজের শেষ ওভারে মাত্র ৬ রান দেওয়ার পাশাপাশি ওড়ালেন হার্দিক পান্ডিয়ার স্টাম্পও।

ভুক্তভোগীরা বলেছেন, ডেভিড ওয়ার্নারের ‘মুখস্থ’ অধিনায়কত্বের কারণে আরও আগে জ্বলে ইঠতে পারেনি চলল কালও। সিমিং কন্ডিশনেও মুস্তাফিজুর রহমানকে আনলেন চতুর্থ বোলার হিসেবে। ১ ওভার করিয়ে আবারও সরিয়ে নিলেন।

দ্বিতীয়বার বোলিংয়ে আসতেই ১৪ ওভার শেষ। এবার টানা ৩ ওভার। সেই ওভারগুলো দেখতে গিয়ে কিছুটা হাহাকারই জাগল; আহা, মাঠে যদি মাশরাফি থাকতেন!
‘ডেথ ওভারে’ই মুস্তাফিজকে বল করাতে হবে ধারণা নিয়ে মাঠে নামা সানরাইজার্স হায়দরাবাদ যেন অন্য কোনো সময়ে মুস্তাফিজকে দিয়ে বোলিং করাতেই রাজি নয়!

মুস্তাফিজ শুরুতে ভালো করেননি। প্রথম ওভারে ৯ রান। দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম ওভারে দিয়ে ফেললেন ১৩ রান। এতে অবশ্য ‘দয়ালু’ হায়দরাবাদ ফিল্ডারদের অবদানও কম নয়। কিন্তু পরের ওভারেই ফিরে পেলেন নিজেকে, দিলেন মাত্র ৪।

আর নিজের শেষ ওভারে মাত্র ৬ রান দেওয়ার পাশাপাশি ওড়ালেন হার্দিক পান্ডিয়ার স্টাম্পও। মুম্বাই ইন্ডিয়ানস ২০ ওভারে করে ৬ উইকেটে ১৪২। জবাবে ওয়ার্নারের ৫৯ বলে অপরাজিত ৯০ রানের ইনিংসে ভর করে ১৫ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় হায়দরাবাদ।