• শুক্রবার , ১০ জানুয়ারী ২০২৫

এবার এমপির ফ্ল্যাটে ঝুলন্ত লাশ


প্রকাশিত: ১১:৪৮ এএম, ২১ জানুয়ারী ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৬ বার

স্টাফ রিপোর্টার :  এবার এমপির ফ্ল্যাটে ঝুলন্ত লাশ মিলেছে।সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনিক আজিজের (২৬) মরদেহ উদ্ধার করেছে aneek aziz_rtvonlie.comপুলিশ। রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস বিষয়টি জাতিরকন্ঠকে নিশ্চিত করে জানান, শনিবার রাতের যেকোনো সময় তিনি আত্মহত্যা করেছেন। পরে পাঁচ নম্বর ন্যাম ভবনের ৬০৪ নম্বর ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় অনিক আজিজের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, এমপি সাহেবের ফোন পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়নাতদন্তে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ।  তবে ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। ২৬ বছর বয়সী অনিক ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তার বাবা সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ। তিনি ওয়ার্কার্স পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।