এবার আফ্রিদি’র আখেরী টি২০ বিশ্বকাপ ঝড়
স্পোর্টস রিপোর্টার : পাকিস্তানি কোচ ওয়াকার ইউনুস বিশ্বাস করেন ভারতে অনুষ্ঠিতব্য বিশ্ব টি টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদির সামনে শেষ সুযোগ বড় কোন শিরোপা জয়ের। বিশ্ব টি টোয়েন্টি অংশগ্রহণের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে সবুজ সঙ্কেত পাবার পরপরই লাহোরে গণমাধ্যমকে ওয়াকার এই বিষয়ে বলেছেন, শহীদ এখন ক্যারিয়ার শেষের দ্বারপ্রান্তে রয়েছেন। আমি মনে করি বড় কিছু অর্জনের তার সামনে এটাই শেষ সুযোগ।
বেশ কিছুদিনের টালমাটাল অবস্থার পরে অবশেষে ভারতে যাবার ছাড়পত্র পাওয়ায় স্বস্তি অনুভব করছেন সাবেক টেস্ট অধিনায়ক ওয়াকার। তিনি বলেন, এটা সত্যিকার অর্থেই আমাদের জন্য দারুণ একটি বিষয়।
আমরা ভারতে যেতে চাই এবং সেখানে গিয়ে ভাল ক্রিকেট খেলতে চাই। আগামী ১৯ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের দিকে এখন আমরা তাকিয়ে আছি। ওয়াকার স্বীকার করেছেন গত ছয় মাসে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের পারফরমেন্স মোটেই মানসম্মত ছিল না।
কিন্তু বিশ্ব টি টোয়েন্টিতে নিজেদের প্রমাণের জন্য অনেক বড় একটি প্ল্যাটফর্ম। ভারতে যাবার ব্যাপারে বিলম্বের বিষয়টি দলের ওপর কোন প্রভাব ফেলবে না বলেই ওয়াকার মনে করেন। এখন সকলের দৃষ্টি ভারতে একটি ইতিবাচক টুর্নামেন্ট উপহার দেবার।
আফ্রিদির সাথে কোন ধরনের দূরত্ব নেই বলেই দাবী জানিয়েছেন ওয়াকার। তিনি বলন দিনের শেষে সকলেই পাকিস্তানের ভাল চায়। সবাই চায় বিশ্বকাপে পাকিস্তান ভাল করুক। বেশ কয়েকটি ইস্যুতে বোর্ড কর্মকর্তারা হতাশ হওয়ায় গণমাধ্যমে কথা না বলতে আফ্রিদির ওপর নিষেধাজ্ঞা ছিল।
সম্ভবত এটাই হতে যাচ্ছে আফ্রিদির শেষ টি২০ বিশ্বকাপ। এর মাধ্যমে অনেকেই আফ্রিদির ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি দেখে ফেলেছেন। তবে আফ্রিদি নিজে অবশ্য স্বীকার করেছেন বিশ্বকাপের পরেও তিনি খেলা চালিয়ে যেতে চান। দল ভাল না করলে আফ্রিদিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেবার ইঙ্গিতের অবশ্য সমালোচনাই করেছেন ওয়াকার।