এবার আইপিএলে কার দাম কত! বেনস্টোকসের সাড়ে ১৪ কোটি
স্পোর্টস ডেস্ক রিপোর্টার : এবারের আইপিএল-এ ফ্র্যাঞ্চাইজিগুলির নজরে রয়েছে আফগানিস্তান ও জিম্বাবোয়ের ক্রিকেটাররাও। তবে তারা ম্যাচ উইনার হিসাবে এখনও প্রথমসারির ক্রিকেট খেলিয়ে দেশগুলির কিছু খেলোয়াড়েই বাজি রাখছে।এক নজরে দেখে নেওয়া যাক, আইপিএল নিলামের এই মুহূর্তের পরিস্থিতি-
১. এখন পর্যন্ত সবচেয়ে বড় নিলামের দর হেঁকেছে রাইজিং পুণে সুপারজায়ান্টস। তাঁরা ১৪.৫ কোটি টাকা কিনে নিয়েছে ইংল্যান্ডের বেন স্টোকসকে।
২. তবে, ২কোটি টাকার বেস প্রাইস নিয়ে নিলামের প্রথমভাগে আবিক্রিত থেকেছেন ইশান্ত শর্মা। গত আইপিএল-এ পুণের হয়ে খেলেছিলেন তিনি।
৩. আরসিবি এবার তাদের বোলিং বিভাগে চমক এনেছে। ১২ কোটি টাকায় তারা দলে নিয়েছে টাইমাল মিলসকে।
৪. বোলিং বিভাগে কেকেআর-এ এবার দেখা যাবে ট্রেন্ট বোল্টকে। ৫ কোটি টাকায় তাঁকে কিনেছে শাহরুখ খানের কলকাতা নাইটরাইডার্স।
৫. দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে এবার দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ৫ কোটি টাকায় তাঁকে কিনেছে দিল্লি।
৬. ইংল্যান্ড দলের উইকেট-কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর এবারের বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। কিন্তু, নিলামের প্রথম ধাপে বেয়ারস্টোর জন্য কেউ দর হাঁকেনি।
৭. অবিক্রিত ইরফান পাঠানও। তাঁর বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা।
৮. ২ কোটি টাকায় এবার দিল্লি ডেয়ার ডেভিলস অ্যাঞ্জেলা ম্যাথুজকে দলে নিয়েছে।
৯. আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ নবিকে দলে টানতে ৩০ লক্ষ টাকা খরচ করল রাইজিং পুণে সুপারজায়ান্টস।
১০. কিংগস ইলেভেন পঞ্জাব নিল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামিকে। তাঁর বেস প্রাইস ৩০ লক্ষ টাকা।
১১. ভারুচ এক্সপ্রেস বলে খ্যাত মুনাফ পটেলকে ৩০ লক্ষ টাকা বেস প্রাইসের বিনিময়ে কিনেছে গুজরাত লায়ন্স।
১২. মহম্মদ সিরাজ হলেন কোটিপতি। হায়দরাবাদ তাঁকে কিনে নিল ২.৬ কোটি টাকার বিনিময়ে। বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা।
১৩. কলকাতার ছেলে মনোজ তিওয়ারিকে পেল পুনে সুপারজায়ান্টস। মনোজের বেস প্রাইস ৫০ লক্ষ।
আইপিএলের নিলাম— সব চেয়ে দামি বেন স্টোকস। তাঁর ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছেন টাইমাল মিলস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁকে কিনেছে ১২ কোটি টাকার বিনিময়ে। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে মহম্মদ নবিকে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।