• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

এনডিসির মান বজায় রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান


প্রকাশিত: ৬:৪৫ পিএম, ১৯ ডিসেম্বর ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

hasina -www.jatirkhantha.com.bdঅনলাইন ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) মান বজায় রাখা এবং বৈশ্বিক দৃশ্যপট পরিবর্তনের কথা মাথায় রেখে তাদের পাঠ্যক্রম নিয়মিতভাবে যুগোপযোগী করার জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।শনিবার রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)-২০১৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)-২০১৫ এর গ্র্যাজুয়েশন প্রদান অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এনডিসি কোর্স সম্পন্ন করা কর্মকর্তারা তাদের জ্ঞান, দৃঢ়তা ও অঙ্গীকার দিয়ে জনগণের ক্ষমতায়ন, স্থিতিশীলতা ও উন্নয়নের জাতীয় প্রচেষ্টাকে এগিয়ে নেবেন। নতুন ডিগ্রি অর্জনকারীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এনডিসি কোর্স ডিগ্রিধারীরা যেকোনও বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে আরও সক্ষমতা অর্জন করবেন।