একপর্যায়ে দায় নিলেন ময়লা পানির-
স্টাফ রিপোর্টার : ওয়াসার কথিত সুপেয় পানি নিয়ে অবশেষে তুমুল তর্কবিতর্ক করলেন ঢাকা ওয়াসার পরিচালক (কারিগরি) এ কে এম সহিদ উদ্দিন। একপর্যায়ে দায় নিলেন ময়লা পানির!ঢাকা ওয়াসার কর্তৃপক্ষ বলেছে, ওয়াসার পানি বিশুদ্ধ। তবে ময়লা পানি যদি আসে তা পাইপলাইনে সমস্যার কারণে। কোথাও সমস্যা হলে তা ওয়াসার নজরে আনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। আজ মঙ্গলবার বেলা একটায় রাজধানীর কারওয়ান বাজারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা ওয়াসার পরিচালক (কারিগরি) এ কে এম সহিদ উদ্দিন এ কথা বলেন। রাজধানীর কয়েকজন বাসিন্দা আজ প্রতিবাদ কর্মসূচি হিসেবে ওয়াসার পানির নমুনা ও সেই পানির শরবত ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসকিম এ খানকে পান করানোর জন্য যান। তবে তাঁরা এমডির দেখা পাননি।
ওয়াসার এমডির প্রতিনিধি হয়ে এ কে এম সহিদ উদ্দিন কথা বলেন। তিনি বলেন, ওয়াসার পানি বিশুদ্ধ, পানিতে কোনো সমস্যা নেই। তবে কোথাও যদি ময়লা পানি আসে, তা পাইপলাইনের জন্য। সাংবাদিকেরা তখন জানতে চান, পাইপলাইন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? ওয়াসার এই প্রতিনিধি জবাবে বলেন, সে দায় ওয়াসার। তাঁরা সব সময় জানতে পারেন না কোথায় কী সমস্যা আছে। তিনি নগরবাসীকে তা জানানোর অনুরোধ করেন।ওয়াসার পরিচালক এ কে এম সহিদ উদ্দিন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।