‘একটা মুস্তাফিজ-সাকিব নয়, অসংখ্য সাকিব-মুস্তাফিজে ভরা বাংলাদেশ’
স্পোর্টস রিপোর্টার : ক্রিকেটে বাংলাদেশ উদীয়মান নতুন সূর্য। বাংলাদেশ অসংখ্য সাকিব ও মুস্তাফিজে ভরা। এর আগে আইসিসির এক মুখ্য কর্মকর্তা বিসিবি সভাপতির কাছে জানতে চেয়েছিলেন আপনারা মুস্তাফিজ নামের ছেলেটাকে কোথায় পেলেন।
এবার এক আইসিসি কর্মকর্তা বলেছেন, বাংলাদেশে শুধু একজন মুস্তাফিজ আর সাকিবই নয়। অসংখ্য সাকিব-মুস্তাফিজে ভরা বাংলাদেশ। বিশ্বের সব ক্রিকেট খেলুড়ে দেশকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
আইসিসি কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুলের ভাষ্য এটি। তিনি বলেছেন, বিসিবি সঠিক দায়িত্বপালন করলে নিশ্চিত আর ১০ বছরে বিশ্বসেরা দলে পরিণত হবে বাংলাদেশ।
বুলবুল বলেন, ভালো মানের ক্রিকেটার দ্বারা ভরা বাংলাদেশ। তাদেরকে উঠিয়ে আনা যাচ্ছে না। বিসিবিকে তৃণমূল থেকে ক্রিকেটার উঠিয়ে আনতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশ টিম নিয়ে অনেকে হ্যাপি। কিন্তু এটাই নয় এর চেয়ে জাতীয় দলকে আরও শক্তিশালী করা যায় অল্প সময়ের মধ্যেই। বিসিবিকে সে পথে হাঁটার জন্য আহ্বান জানান বুলবুল।