• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

উৎসব আমেজে ভোটেও নালিশ বিএনপির


প্রকাশিত: ১:৪৪ পিএম, ২৬ জুন ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৭ বার

স্টাফ রিপোর্টার :  উৎসব আমেজে ভোটেও নালিশ করছে বিএনপি। সিটির ৪২৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ggঅবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।এদিকে বরাবরের মত এবারও ভোট শেষের আগেই ইসিতে নালিশ জানাতে গেছে বিএনপি প্রতিনিধিদল।

বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের চলমান পরিস্থিতি জানাতে নির্বাচন কমিশনে গেছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।দুই সদস্যের ওই প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।নওজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এখানে তিনটি কেন্দ্রে ২৪টি বুথে ধানের শীষ প্রতীকের সব পোলিং এজেন্ট থাকলেও দুটিতে নৌকার এজেন্ট পাওয়া যায়নি।

৫৫,৫৬ ও ৫৭ নাম্বার ওয়ার্ডের টঙ্গীর শ্রম কল্যাণ কেন্দ্রেও ভোটারদের ভোট দিতে দেখা যায়। এই কেন্দ্রে বিএনপি সমর্থকদের উপস্থিতি নেই। ভোটকেন্দ্রে বিএনপির একজন এজেন্ট এখনো অনুপস্থিত।এদিকে কাশিমপুর উচ্চ বিদ্যালয় সকাল ১০টা পর্যন্ত তিনটি কেন্দ্রের ১৮টি বুথে ধানের শীষের কোনো এজেন্ট পাওয়া যায়নি। ভোটারদের লাইন দীর্ঘ হলেও ধীরগতি হওয়ায় ভোটররা ক্ষোভ প্রকাশ করেছেন। কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্রে ১৬টি বুথে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।

টঙ্গীর ৫৭ নং ওয়ার্ডের সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ, খান আইডিয়াল স্কুল, শ্রম কল্যাণ কেন্দ্র এবং ৫৫ নং ওয়ার্ডের মুন্ন টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি, আওয়ামী লীগের পোলিং এজেন্ট আছে কিন্তু বাইরে বিএনপির কোনো বুথ নেই। এমনকি বিএনপি সমর্থিত প্রার্থীদের কোনো পোস্টার নেই। বেজ ঝুলিয়ে বিএনপির কাউকে দেখাও যাচ্ছে না। আওয়ামী নেতাকর্মীদের দাবি এখানে আওয়ামী লীগের বেজ পড়ে অনেক বিএনপি সমর্থক অবস্থান করছে।

নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানিয়েছেন, উৎসবের আমেজে ৪২৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজর রাখছে প্রশাসন।

গাজীপুর জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। চানদোরা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন।তিনি আরো বলেন, ভোট কেন্দ্রে কোন পোলিং এজেন্ট না এলে আমরা তো জোর করে আনতে পারব না।

এদিকে নাওজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটাদের দীর্ঘ লাইন দেখা গেছে।অনেকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেনি। নারী ভোটার গোলাপী বলেন, সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখনো ভোট দিতে পারিনি। অনেকে ভোট না দিয়ে চলে গেছেন।