• মঙ্গলবার , ১৪ জানুয়ারী ২০২৫

উদ্বেগজনক হারে বাড়ছে নৃশংস হত্যাকান্ড-মার্চে সবচেয়ে বেশি ৩৩৭টি হত্যাকান্ড


প্রকাশিত: ৩:৫১ পিএম, ১৪ মে ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

marderডেস্ক রিপোর্টার.ঢাকা: রাজনৈতিক, পারিবারিক কিংবা সাধারণ তুচ্ছ ঘটনায় এখন উদ্বেগজনক হারে বাড়ছে নৃশংস হত্যাকান্ড। দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু রোমহর্ষক অপরাধের খবর শুনে, পত্রিকার পড়ে, টিভিতে দেখে মানুষ অনেকটা আতঙ্কিত। মানুষের মাঝে অপরাধ ভীতি কতটা বেড়েছে তার কোন জরিপ এদেশে হয় না। তবে টিভি টক শো, পত্রিকার সম্পাদকীয় পড়ে মনে হয় দেশের মানুষ বেশ আতঙ্কিত।

কিন্তু এই আতঙ্কের কি স্থায়ী কোন রূপ আছে? সত্যিই কি আগের চেয়ে দেশে অপরাধ বেড়ে গেছে। পুলিশ সদর দফতরের কর্মকর্তারা তাদের পরিসংখ্যান ঘেঁটে বলেছেন, চার মাসে সারা দেশে খুন হয়েছে ১ হাজার ৩০২ জন। সে হিসাবে গড়ে প্রতিদিন ১১ জন খুন হচ্ছে। এর মধ্যে মার্চে সবচেয়ে বেশি ৩৩৭টি হত্যাকান্ড ঘটেছে। এছাড়া জানুয়ারিতে ৩২৯, ফেব্রুয়ারিতে ৩০৯ ও এপ্রিল মাসে ৩২৭ জন খুন হয়েছে। চলতি মাসে পরিসংখ্যান তৈরি না হলেও খুনের ঘটনা তুলনামূলকভাবে আগের মাসগুলোর চেয়ে অনেক বেশি হবে বলে পুলিশ জানিয়েছে। প্রতিদিন এতগুলো হত্যাকা- ঘটলেও বেশিরভাগেরই তদন্তে তেমন কোনো অগ্রগতি দেখাতে পারছে না পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী।

রেফারেন্স সেলের তথ্য অনুসারে গত এক সপ্তাহে প্রায় ২০ জন খুন হয়েছে।

গত ৮ মে মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন শাশুড়ি। সদর উপজেলার ধোবারচর কামারপাড়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত ফরিদা বেগম (৫০) ওই গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। খুনের পরই মেয়ে জামাই আশরাফুল আলম ওরফে কেমফু মিয়া (২৫) পালিয়ে যায়। এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম জানান, এ খুনের ঘটনায় নিহতের স্বামী আব্দুস সামাদ বাদি হয়ে ছেলে আশরাফুল আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গত ৯ মে নরসিংদীতে এক বখাটের হাতে সৈয়দা দীবা আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রী খুন হন।

ঘটনার দিন সন্ধ্যা ৬ টার দিকে জেলার বেলাব উপজেলার বাজনাব সৈদয়পাড়াগ্রামে এ ঘটনা ঘটে। নিহত দীবা আক্তার সৈদয়পাড়া গ্রামের সৈয়দ শামসুজ্জামানের মেয়ে এবং মনোহরদী পাঁচকান্দী ডিগ্রী কলেজের শিক্ষার্থী। ঘটনায় জড়িত অভিযোগে বেলাব থানা পুলিশ কাজিরটেক বাজনাব গ্রামের মিয়া উদ্দিনের বখাটে ছেলে আল-আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৯ মে রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় রুবেল হোসেন মিন্টু (২২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্বজনদের দাবি, মিন্টু একসময় পোশাক শ্রমিক ছিলেন। অসুস্থতার কারণে মাঝে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন। স্থানীয় শাহজাদা বাহিনীর সদস্য শাহ আলম ওইদিন দুপুরে তাকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। তবে কী কারণে মিন্টুকে হত্যা করা হয়েছে তা তারা বলতে পারেনি।

রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান তরফদার বলেন, ‘সন্ত্রাসী গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলেই মিন্টু খুন হয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে এ থানায় অস্ত্র ও বাড্ডা থানায় হত্যা মামলা আছে।

১০ মে সিলেটের দক্ষিণ সুরমায় পারভেজ আহমদ (২২) নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার দিন বেলা আড়াইটার দিকে উপজেলার ভার্তখলাস্থ বারি মিয়ার কলোনীর পাশ থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত পারভেজ দক্ষিণ সুরমা থানার খোজারখলা বঙ্গবীর ১৪১/১ নং বাসার মৃত দুদু মিয়ার ছেলে। সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, নিহতের শরীরের কয়েক স্থানে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।

১১ মে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার অনন্ত বিজয় দাশ খুন হয়েছেন।

ঘটনার দিন সকাল ৯ টার দিকে নগরীর সুবিদবাজারস্থ বনকলাপাড়া নূরানী ৩১/২ নিজ বাসার সামনে মুখোশধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১২ মে কক্সবাজার সদরে ৫০ টাকার জন্য এক যুবককে লাঠির আঘাতে খুন করার অভিযোগ পাওয়া গেছে। খরুলিয়ার চেয়ারম্যান পাড়ায় এ হামলায় আহত হন স্থানীয় রশিদ আহমদের ছেলে আব্দুল করিম (৩২)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম জানান, সপ্তাহখানেক আগে করিম ওই এলাকার খোকনের কাছ থেকে ২৫০ টাকা মূল্যের একটি লুঙ্গি ও একটি রবি সিম কিনে দুই’শ টাকা পরিশোধ করেন। বাকি ৫০ টাকার জন্য দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন লাঠি দিয়ে করিমের মাথায় আঘাত করেন। লাঠির আঘাতেই মারা যায়।

গত ১২ মে গাজীপুরের কালিয়াকৈরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটে। উপজেলার সফিপুর পুর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৌচাক ফাড়ি পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্ত্রী পলি খাতুন(৩০) কে খুন করে স্বামী জাহাঙ্গীর আলম(৪৫) পালিয়েছে। ঘটনাটি ঘটেছে ওই এলাকার মকবুল গাজীর বাড়িতে।

পুলিশ সুত্রে জানা যায়, ওই এলাকার মকবুল গাজীর বাড়ীতে গত দুই মাস পূর্বে জাহাঙ্গীর তার স্ত্রী পলি খাতুনকে নিয়ে ভাড়া বাড়িতে উঠে। স্ত্রী স্থানীয় ফটিস কারখানায় চাকুরি করত। স্বামী কি কাজ করতো কেউ বলতে পারছেনা। ঘটনার দিন সকালে পাশের রুমের ভাড়াটিয়া পলি খাতুনকে ডাকতে গিয়ে দেখে পলি খাতুনের লাশ মেঝে পরে আছে। ঘরে কেউ নেই। রাতের কোন এক সময় স্ত্রীকে খুন করে স্বামী পালিয়েছে।

১২ মে ২০১৫ নওগাঁর পতœীতলায় উপজেলার ইছাপুর মোড়ে ঘটনার দিন দিবাগত রাতে শফিকুল ইসলাম (৪০) নামের এক আওয়ামীলীগ নেতাকে দুর্বৃত্তরা নৃশংস ভাবে খুন করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পতœীতলা ইউপির কাটাবাড়ির বোরাম গ্রামের সেতাব উদ্দীনের পুত্র শফিকুল ইসলাম (৪০) পতœীতলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে মাহমুদ গ্রামে তার স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় ভাড়া থাকতো। এঅবস্থায় সোমবার দিবাগত রাত আনুমানিক ১টায় কে বা কারা তাকে মোবাইল ফোনে বিচারের জন্য কাটাবাড়িতে ডাকলে সে মটরসাইকেল নিয়ে মাহমুদপুর গ্রাম থেকে কাটাবাড়ির দিকে রওনা হয়। ভোরে তার মৃত দেহ ও মটরসাইকেলটি ইছাপুর মোড়ের রাস্তার পার্শ্বে স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

গত ১৩ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট বাড়িতে দিন দুপুরে খুন হয়েছেন ডেসকোর প্রকৌশলী জাহিদুল ইসলামের স্ত্রী ও মামা। নিহতরা হলেন সুইটি আক্তার (২৪) ও আমিনুল ইসলাম (৫০)। বুধবার দুপুরে পল্লবীর ২০ নম্বর রোডের ৯ নম্বর ‘ ক্রিস্টাল ডি আমিন’ নামের বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

নিহতদের স্বজনদের ধারণা করছে, চাঁদাবাজরা এ ঘটনা ঘটাতে পারে। পুলিশ জিজ্ঞাসবাদের জন্য ওই বাড়ির নিরাপত্তকর্মী আব্দুল খালেক ও জাহিদুল ইসলামের ব্যবসায়িক অংশীদার শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জাহিদুল ইসলাম রূপনগরে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির লিমিটেডের (ডেসকো) উপ-সহকারী প্রকৌশলী। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপাড়ায়। র‌্যাব-পুলিশ, ডিবি ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেন। সিআইডির একটি টিম আলামত সংগ্রহ করেছে।

১৩ মে ২০১৫ নগরীর চকবাজারের একটি আবাসিক হোটেলে বশির হাওলাদার (২৭) নামের এক যুবক খুন হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তবে ‘বরিশাল হোটেল’ নামের রেজিষ্টারে লিপিবদ্ধ ঠিকানার সাথে নিহত যুবকের কোন মিল না থাকায় খুন হওয়া যুবকের সঠিক পরিচয় পাওয়া যায়নি।

হোটেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম জানান, হোটেলের দ্বিতীয় তলার ১০৩ নম্বর কক্ষ ভাড়া নেয় এক ব্যক্তি। হোটেলের রেজিষ্টারের ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে কোন মিল পাওয়া যায়নি। ফলে নিহতের সঠিক পরিচয় এখনও মেলেনি। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

১৪ মে, ২০১৫ লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম অন্তর ইসলাম (২৭)। তিনি পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলওয়ে কলোনিপাড়ার আমিনুর ইসলামের ছেলে।

বুধবার দিনগত রাতে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারের বাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারে কাছে এ ঘটনা ঘটে।

বুড়িমারী বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাংলাদেশের কয়েকজন গরু ব্যবসায়ী ভারতের গরু ব্যবসায়ীদের আহ্বানে সেখানে গিয়ে গরু কিনে ফিরছিল।