• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

ঈদ উদযাপন-মাশরাফি-সাকিব-মুশফিকদের


প্রকাশিত: ২:৪৮ এএম, ২৬ সেপ্টেম্বর ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১৩ বার

ssssssস্পোর্টস রিপোর্টার.ঢাকা;   সারা দেশে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আজহা পালন করছেন মুসলমানরা। উৎসবমুখর পরিবেশে এই ঈদ আনন্দ থেকে বাদ যাননি জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

পৃথকভাবে নিজ নিজ ফেসবুক পেজে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আনন্দটা ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেইনসহ অনেককেই দেখা গেছে ঈদ উপলক্ষে তাঁদের ফেসবুক পেজে ছবি প্রকাশ করতে।

33672e08a4e794a3b1432f7a1d23d87f-1অস্ট্রেলিয়া সিরিজের আগে ঈদের ছুটিতে নিজ নিজ বাড়িতেই ঈদের ছুটিটা কাটাচ্ছেন ক্রিকেটাররা। মাশরাফি এবং সাকিব নিজ নিজ জেলায় ঈদ উদযাপন করছেন। সাকিব তাঁর পিতা মাশরুর রেজার সঙ্গে মাগুরা জজ কোর্ট জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। টেস্ট দলের অধিনায়ক মুশফিকও ঈদ উদযাপন করেছেন বগুড়ায় নিজ বাড়িতে।