• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি ২৬ আগস্ট থেকে


প্রকাশিত: ১:৪১ পিএম, ১৬ আগস্ট ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২১ বার

 

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৬ আগস্ট থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।বাস-ট্রাক ও22নার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। অ্যাসেসিয়েশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক আবদুস সামাদ জানান, গাবতলীতে বাস মালিক সমিতির কার্যালয়ের এক বৈঠকে ২৬ আগস্ট থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর অগ্রিম বাসের টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। তবে অন্যান্য জেলার বিষয়ে ওই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়নি।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।