• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

ঈদের রাতে হাতিরঝিলে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত


প্রকাশিত: ৯:৫৩ এএম, ১৩ সেপ্টেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৫ বার

1স্টাফ রিপোর্টার  : ঈদের রাতে রাজধানীর হাতিরঝিলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার নাম আলামিন ইসলাম ওরফে মানিক ওরফে রবিন ওরফে আদি ওরফে আকাশ ওরফে মঞ্জু ওরফে পাঠা মজিদ (৩০)।
সোমবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিনুলের বাবার নাম মৃত বাচ্চু মিয়া। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার কাতারকান্দি এলাকায়। এঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ কর্মকর্তাদের দাবি, ‘নিহত যুবক পেশাদার সন্ত্রাসী। সে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত। রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৯টি মামলা ও নরসিংদীতে একটি মামলা রয়েছে।’তবে ঘটনার পর থেকে সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি নিয়ে একটু লুকোচুরি করতে দেখা গেছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে ঘটনাটিকে বন্দুকযুদ্ধ বলা হলেও তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মাজিদুল ইসলাম ঢামেক মর্গে সাংবাদিকদের বলেন, ‘ভোরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লেকের পাড়ে ভেসে ওঠা লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

হাসপাতাল সূত্র জানায়, ‘নিহত যুবকের মাথায় ও বুকে একাধিক গুলিবিদ্ধ রয়েছে। একটি গুলি মাথার পিছনে ও অপরটি বুকের বামপাশে বিদ্ধ হয়েছে। তার পরণে ছিল অ্যাশ রঙের প্যান্ট ও চেক শার্ট।’