• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

ইয়াবা: র‌্যাবের জালে পাকরাও ডিবিপুলিশ


প্রকাশিত: ৫:০২ পিএম, ১৮ আগস্ট ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪৩ বার

 

 

 

চট্টগ্রাম প্রতিনিধি : ৩০ হাজার ইয়াবাসহ র‌্যাবের জালে পাকরাও হয়েছে ডিবি পুলিশ। চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০ হাজার ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।শনিবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। আটক আবুল বাশার বাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। আবুল বাশার কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার আবদুল হামিদের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জাতিরকন্ঠ কে জানান, ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাবের একটি টিম মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে। তার কাছ থেকে প্রায় ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।