ইন্দোনেশিয়ায় আইওআরএর শীর্ষ সম্মেলন শুরু
ডেস্ক রিপোর্টার : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলেন। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাকার্তা সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।
তিন দিনের এই সম্মেলনে অন্যদের মধ্যে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে আইওআরএ ফ্যামিলি ফটোসেশনে অংশ নেন।
ভারত মহাসাগরীয় অঞ্চলের ২১টি সদস্য দেশ, সাতটি ডায়ালগ পার্টনারসহ ৩৪টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিয়েছেন। উদ্বোধনী সেশনে ইন্দোনেশিয়ার ঐতিহ্য তুলে ধরে মনোজ্ঞ ডিসপ্লে ও নাচ প্রদর্শন করে শিশুরা।
অনুষ্ঠানে শীর্ষ নেতাদের হাতে আয়োজক দেশের ঐহিত্যবাহী বাদ্যযন্ত্র ‘গেনডাঙ্গ পাপুয়া’ তুলে দেওয়া হয়। রাষ্ট্র ও সরকারপ্রধানরা একসঙ্গে এই বাদ্যযন্ত্র বাজিয়ে লিডারস সামিটের উদ্বোধন করেন। সম্মেলনে উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস-জঙ্গিবাদ নিয়ন্ত্রণসহ সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার কর্মপন্থা নির্ধারণ করবেন শীর্ষ নেতারা।