• সোমবার , ২৯ এপ্রিল ২০২৪

ইউএস-বাংলা’ বহরে যোগ হলো বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট


প্রকাশিত: ৬:৪৩ পিএম, ১১ অক্টোবর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

 

1
বিশেষ প্রতিনিধি : আজ ইউএস-বাংলা এয়ারলাইন্সের নতুন বোয়িং ৭৩৭-৮০০, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান 2বন্দরে অবতরন করার মধ্য দিয়ে একটি অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকলো বাংলাদেশের এভিয়েশন শিল্পে। ইউএস-বাংলা’র যাত্রা শুরুর দু’বছরের মধ্যে ঢাকা-কাঠমুন্ডু রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক রুটে অভিষেক ঘটে। ১৫৮ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হওয়ায় অধিক আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা দ্রুততম সময়ে বাস্তবায়ন করা সহজ হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স, বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা। ১৭ জুলাই ২০১৪ তারিখে দ্রুতগতি সম্পন্ন দু’টি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ সহ বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে চারটি এয়ারক্রাফট রয়েছে। নতুন যুক্ত হওয়া বোয়িং এ ৮টি বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসসহ মোট ১৫৮টি আসন ব্যবস্থা রয়েছে।

বর্তমানে ৭৬ আসনবিশিষ্ট তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফটে রয়েছে। গত দু’বছরের অধিক সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স আঞ্চলিক রুট ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা সহ অভ্যন্তরীন বিভিন্ন গন্তব্যে প্রায় ষোল হাজারের অধিক ফ্লাইট অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছে।

“ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ” শ্লোগানে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স, আন্তর্জাতিক রুট সম্প্রসারনের লক্ষ্যে এ মাসের শেষ সপ্তাহে এবং চলতি বছরের ডিসেম্বরে মধ্যে আরো দু’টি নতুন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন এয়ারক্রাফটগুলির বিশেষত হচ্ছে যাত্রীদের সুবিধার্থে প্রতিটি এয়ারক্রাফটেই চারটি করে ল্যাভাটরী রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটগুলি দিয়ে কলকাতা, কুয়ালা লামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, মাস্কাট, দোহা, গুয়াংজুসহ বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।