‘আসামের ঘটনায় সরকার সতর্ক আছে’
বিশেষ প্রতিনিধি : আসামে ১৯ লাখ মানুষের নাগরিকত্ব বাতিলের ব্যাপারে বাংলাদেশ সরকার সতর্ক আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ ১ সেপ্টেম্বর রবিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। আসামের ব্যাপারটি বাংলাদেশ সরকার পর্যবেক্ষণ করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আসাম আমাদের একেবারে নিকটতম প্রতিবেশী, কাজেই আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।
তবে বিষয়টি একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমরা এটা পর্যবেক্ষণ করছি এই কারণে যে যাচাই-বাছাইয়ের একটা প্রক্রিয়া আছে, উচ্চ আদালতে আপিলের একটা সুযোগ আছে। বিষয়টি সম্পর্কে এই মুহূর্তে চূড়ান্ত মন্তব্য করার কোনো সুযোগ নেই।’রোহিঙ্গা ও আসাম ইস্যু মিলিয়ে বাংলাদেশ ভূ-রাজনৈতিক গুটি হতে যাচ্ছে কি-না, এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন অর্জন-উন্নয়নে বিশ্বে অনেকেরই ঈর্ষার টার্গেট। কাজেই বাংলাদেশকে নিয়ে সমীহ আছে, ভূ-রাজনৈতিক বিষয় তো আছেই। এটা আগেও ছিল, এখন আরও বেশি হয়েছে। কারণ বাংলাদেশ এখন একটি সমীহ করার মতো দেশ। বাংলাদেশের জিডিপি এখন দক্ষিণ এশিয়ায় নাম্বার ওয়ান, আইএমএফ পর্যন্ত এই কথা স্বীকার করেছে।’