• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

আশুলিয়ায় ২ ভুয়া পুলিশ পাকরাও


প্রকাশিত: ৫:৩৮ পিএম, ১৫ জানুয়ারী ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪০ বার

1
সাভার প্রতিনিধি  : রাজধানীর উপকণ্ঠে আশুলিয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এসময় তাদের কাছ থেকে পুলিশের নকল পরিচয়পত্র জব্দ করা হয়েছে। রোববার দুপুরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ। তারা হলেন-অটল চন্দ্র রায় ও নূরনবী।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ আহম্মেদ জানান, চারাবাগ এলাকায় দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির চেষ্টা করছিল। এসময় সন্দেহ হলে তারা কোন থানায় কর্মরত তা জানতে চায় স্থানীয়রা। এসময় ওই দুই প্রতারক পুলিশের ভুয়া পরিচয়পত্র দেখায়। কিন্তু তারা কোন থানায় কর্মরত-সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো জবাব দিতে না পারায় আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে আশুলিয়া থানা পুলিশ ওই দুই প্রতারককে আটক করে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি বিভিন্ন সময় পুলিশ পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।