আশুলিয়ায় ড্রামে ২৫ টুকরা লাশ
সাভার প্রতিনিধি : সাভারের এক তরুণী গণধর্ষনের রেশ কাটতে না কাটতেই এবার আরেক থানায় মিলল লাশ! আশুলিয়ার বটতলা এলাকায় ড্রামের ভেতর থেকে এক নারীর ২৫ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা এই তরুণীকে হত্যা করে লাশ ঢুকিয়ে রাখে ড্রামের ভেতর। আজ শনিবার সকালে এ ২৫ টুকরা লাশ উদ্ধার করা হয়। থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত জানাতে পারেনি।
থানার ওসি জাহিদ জাতিরকন্ঠকে জানান, লাশের পরিচয় উদঘাটনে চেষ্ঠা করা হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকটি ক্লু মিলেছে। ওসি আরো জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই খুনের ঘটনায় জড়িত তা পুলিশ এখনো বের করতে না পারলেও ক্লু’র সূত্র ধরে তারা এগুচ্ছে।