• বুধবার , ২৭ নভেম্বর ২০২৪

আল্লাহর লীলা-দুই কন্যা শিশুর এক হৃদপিন্ড- চাঞ্চল্য


প্রকাশিত: ১:২৮ এএম, ৯ এপ্রিল ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১০০ বার

বগুড়া জেলা প্রতিনিধি  :  বগুড়ায় শরীর জোড়া লাগানো দু’টি কন্যা সন্তানের জন্ম হয়েছে। বগুড়া bogra 2child pic-www.jatirkhsantha.com.bdশহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা: মো: রফিকুল ইসলামের নেতৃত্বে একদল চিকিৎসকের সফল অস্ত্রপচারের মাধ্যমে শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে স্থানীয় ইসলামী হাসপাতালে শিশু দু’টির জন্ম হয়। দু’জনই কন্যা শিশু। এদের শরীর সামনে থেকে একসাথে জোড়া লাগানো।

শিশু দু’টির পিতা রফিকুল ইসলাম মসজিদের ইমাম। বাড়ী জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামে। মা ফাতেমা বেগম গৃহিনী।

ইসলামী হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আশরাফ আলী জানান, শিশু দু’টির হাত-পাসহ অন্যান্য অঙ্গ আলাদা হলেও হৃদপিন্ড একটি। একারণে একটি শিশুর শারীরিক অবস্থা খারাপ হলে অন্যটিও অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, অস্ত্রপচারের পূর্বে একাধিকবার আলট্রাসনোগ্রাম করা হলেও গর্ভবতী ফাতেমার পেটে এধরনের জোড়া লাগানো শিশুর অস্তিত্ব ধরা পড়েনি।

ইসলামী হাসপাতালের চেয়ারম্যান মো: সেলিম রেজা জানিয়েছেন, শিশু দু’টি বর্তমানে সুস্থ আছে।
এদিকে, জোড়া লাগানো দুই শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়ার পর শিশু দু’টিকে একনজর দেখার জন্য লোকজন ইসলামী হাসপাতালে ভীড় করছে।