• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

আ’লীগের আরেকটি বিশাল জয় ঢাকা:বারে


প্রকাশিত: ৮:৫৫ পিএম, ৯ মার্চ ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

কোর্ট রিপোর্টার ; ঢাকা আইনজীবী সমিতির ২০১৯-২০২০ কার্য নির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থী সাদা প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। দুদিনব্যাপী এ নির্বাচনের ফলাফলে এ প্যানেল ২৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮টি পদে জয় পেয়েছে।অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল তিনটি সম্পাদকীয় পদসহ নয়টি পদে জয়লাভ করে।এর আগে এ নির্বাচনে গত ২৭ ফেব্রুয়ারি ও ৭ মার্চ দুদিনব্যাপী প্রথম দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭ হাজার ৮৯৭ জন আইনজীবী ভোটারের মধ্যে ৯ হাজার ৩৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের পর গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সারা রাত ভোট গণনার পর আজ শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার সমিতির সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল ফলাফল ঘোষণা করেন।ফলাফলে সাদা প্যানেলে সভাপতি প্রার্থী গাজী শাহ আলম ১ হাজার ২৫৩ ভোটের ব্যবধানে নীল প্যানেলের মো. ইকবাল হোসেনকে পরাজিত করেছেন।অন্যদিকে সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের মো. আসাদুজ্জামান খান রচি ৩৪ ভোটের ব্যবধানে নীল প্যানেলের মো. হোসেন আলী খান হাসানকে পরাজিত করেছেন।

সাদা প্যানেলের অন্য বিজয়ীরা হলেন, সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন দুলাল, ট্রেজারার আবদুল জলিল আফ্রাদ (কবির), সিনিয়র সহসাধারণ সম্পাদক মোহাম্মাদ জাহাঙ্গীর আলম মোল্লা, সহসাধারণ সম্পাদক মোহাম্মাদ ওমর ফারুক আসিফ, দপ্তর সম্পাদক মো. জাহিদুল ইসলাম কাদির, ক্রীড়া সম্পাদক মো. উজ্জ্বল মিয়া ও সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন খন্দকার টগর, সদস্য পদে আয়েশা বিনতে আলী, হায়াত আল মাহমুদ জিকু, কাওছার হাসান, মো. ইব্রাহিম হোসেন, তানভীর আহমেদ সজিব, তুষার ঘোষ, মো. মাসুম মিয়া, মো. জুয়েল শিকদার ও সোহরাব হোসেন।

নীল প্যানেলের বিজয়ীরা হলেন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম দেওয়ান, লাইব্রেরি সম্পাদক পদে মো. জিয়াউল হক জিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোরশেদা খাতুন শিল্পী, সদস্য পদে শাহীন সুলতানা খুকি, কাজী রাওশান দিল আফরোজ, মোসা. ফারহানা আক্তার লুবনা, মেহেদী হাসান, ইব্রাহিম খলিল ও ইকবাল মাহমুদ সরকার। ২০১৮-২০১৯ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতিসহ ১৩টি পদে বিএনপি ও জামায়াত সমর্থিত নীল প্যানেল জায়লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ মাত্র ১৪টি পদে জয়লাভ করে।