• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

আর্জেন্টিনা কোচের নারী কেলেংকারি


প্রকাশিত: ৪:১৩ পিএম, ১১ জুন ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৫২ বার

স্পোর্টস রিপোর্টার : এবার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে যখন জোর আলোচনা তখন আর্জেন্টিনার কোচ জড়ালেন নারী shampaoli-www.jatirkhantha.com.bdকেলেংকারীতে। মেসিদের কোচ সাম্পাওলি হোটেলের এক নারী কর্মীর সঙ্গে রাত কাটিয়ে তোলপাড় অবস্থা সৃষ্ঠি করেছেন। ওই নারীই আবার পুলিশকে অভিযোগ জানানোর হুমকি দিয়েছেন। বিশ্বকাপের বাকি আর মাত্র চাত্র দিন। কিন্ত নানা বিতর্ক আর ইনজুরিতে জর্জরিত টিম আর্জেন্টিনা। দুইজন ফুটবলার ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়ার পর এবার নয়া বিতর্কে জড়ালেন স্বয়ং মেসিদের কোচ!

আর্জেন্টিনার কয়েকটি ওয়েবসাইট দাবি করেছে, মেসিদের কোচ সাম্পাওলি হোটেলের এক নারী কর্মীর সঙ্গে রাত কাটিয়েছেন। ওই নারীই আবার পুলিশকে অভিযোগ জানানোর হুমকি দিয়েছেন। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। সাম্পাওলিও মুখ খোলেননি এখনো।

লিওনেল মেসি মরিয়া হয়ে আছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি ঘরে তোলার জন্য। মেসিরা ইতিমধ্যে রাশিয়া পৌঁছে গেছেন। বিশ্বকাপের ক্যাম্প গড়েছেন মস্কোর দক্ষিণ-পূর্বের ৫০ কিলোমিটার দুরের শহর ব্রনিটসিতে।  ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হবে। গ্রুপ ডি’তে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।