• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

‘আমরা গোপন-টোপন কিছু করছিনা-ভারতের সঙ্গে ৩৫টি চুক্তি-হতে পারে’


প্রকাশিত: ৭:১১ পিএম, ৪ এপ্রিল ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯৩ বার

কূটনৈতিক প্রতিনিধি :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ modi-hasina-www.jatirkhantha.com.bdমাহমুদ আলী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গোপন-টোপন কিছু করছিনা- এসব চুক্তি ও সমঝোতা স্মারকের সবই জনগণের সামনে প্রকাশ করবে সরকার।

এই ৩৫টির মধ্যে কতটি চুক্তি আর কতটি সমঝোতা স্মারক সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলেননি তিনি। মাহমুদ আলী বলেন, আলোচনা এখনও চলছে, কাজেই প্রায় বলেছি। প্রতিরক্ষা বিষয়ে কোনো চুক্তি হচ্ছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘যখন হবে তখন দেখতে পাবেন, আমরা সবাইকে জানিয়ে দেব। এখানে গোপন-টোপন করার কিছু নেই।’foreign minister-www.jatirkhantha.com.bd

এবিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যেগুলো বলা হচ্ছে, আমাদের নিন্দুকরা যেগুলো বলছেন, এগুলোর মধ্যে কিচ্ছু নেই, দেখতেই পাবেন যথাসময়ে।প্রতিরক্ষা সহযোগিতায় চুক্তি না কি সমঝোতা স্মারক হবে- এ বিষয়েও সরাসরি কিছু বলেননি তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হলেই বুঝতে পারবেন, সব তো দেখতেই পারবেন।’

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৭ থেকে ১০ এপ্রিল রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন শেখ হাসিনা। সফরে মোদির সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকের পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।