• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

আমরা এখনো মানসিকভাবে শক্তিশালী নই : হাথুরুসিংহে


প্রকাশিত: ১২:২০ পিএম, ২৫ জানুয়ারী ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩৬ বার

বিশেষ প্রতিনিধি  :  বাংলাদেশ ক্রিকেট দল এখনো মানসিকভাবে শক্তিশালী নয় বলে জানিয়েছেন hhকোচ হাথুরুসিংহে। নিউজিল্যান্ড সফর শেষে দলের পারফর্মেন্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলেও হতাশ নন বলে জানান তিনি। হাথুরুসিংহে বলেন, আমরা একটি ভাল দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে হেরেছি। আর তারা ভাল খেলেই আমাদের হারিয়েছে। দলের আরো ভাল খেলা উচিত ছিল।

তিনি বলেন, খেলোয়াড়দের আরো ভাল করা উচিত ছিল। কিন্তু তারা যেই অভিজ্ঞতা অর্জন করেছে, তা খাটো করে দেখার কারণ নেই।দলে পরিবর্তন আনার প্রসঙ্গে তিনি বলেন, খেলোয়াড়রা দীর্ঘদিন পর ঘরের মাঠ ছেড়ে বাহিরে গিয়ে খেলছে।

তারা এখনো অভিজ্ঞতা অর্জন করছে। এই মুহূর্তে দলে বড় পরিবর্তন আনার বিপক্ষ আমি। সর্বশেষে কোচ বলেন, আমাদের উচিত দুর্বলতাগুলো খুঁজে বের করে দ্রুত তার সমাধান করা। এভাবেই যে কোন ভাল দল সামনে এগিয়ে যায়। ইএসপিএন ক্রিকইনফো।