আবারো সংলাপের আহবান বেগম খালেদার-অবরোধ অব্যাহত থাকবে
বিশেষ প্রতিবেদক.ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক সংকট নিরসনে সরকারের কাছে আবারো সংলাপের আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। সরকার সংলাপের আহবানকে প্রত্যাখান করেছে।
পুলিশের পাশাপাশি সন্ত্রাসীরা সাধারণ মানুষের ওপর হামলা করেছে যাতে অনেকের প্রাণহানি ঘটেছে। পুলিশ প্রহরার মধ্যে নিরাপরাধ মানুষের ওপর হামলা চালিয়ে, আগুনে মানুষ পুড়িয়ে মারায় আমরা বিশ্বাস করি না। এসব ঘটনা সরকারই ঘটাচ্ছে। ঘটনাস্থল থেকে ঘাতক ব্যক্তিদের গ্রেফতার না করে বিএনপির নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
বিএনপি চেয়ারপারসন বলেন, সারাদেশে যারা গণতন্ত্রের জন্যে লড়াই করছে তাদের ধন্যবাদ। সরকার আমাকে অবরুদ্ধ করে রাখার আগে সারাদেশকে অবরুদ্ধ করে দিয়েছে। অবরুদ্ধ অবস্থায় আমাদের ওপর নিষিদ্ধ পিপার ¯েপ্র করা হয়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানান।
সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।