• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

আফগানিস্তানে প্রেসিডেন্ট প্রাসাদের পাশে বিস্ফোরণ- নিহত ৯ আহত ৯২


প্রকাশিত: ১১:১৫ এএম, ৩১ মে ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯২ বার

ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্টার :  আফগানিস্তানের কাবুলে এবার  প্রেসিডেন্ট প্রাসাদের পাশে ব্যাপক বিস্ফোরণ kabul-india embasy-www.jatirkhantha.com.bdঘটেছে। ঘটনাস্থলটি ভারতীয় দূতাবাসের পাশে হওয়ায় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। এসময় চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন্ হয়ে যায়। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়। কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণের ঘটনায় দূতাবাসের জানালা ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।kabul-india embasy-www.jatirkhantha.com.bd.11

কীভাবে এ বিস্ফোরণে ঘটনা ঘটলো এবং এটা কোনো হামলার ঘটনা কিনা সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে দূতাবাসটির অবস্থান। এমন গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের খবরে খুব দ্রুতই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণে প্রাথমিকভাবে ৯ জন নিহত ও অন্তত ৯২ জন আহতের খবর নিশ্চিত করেছে দেশটির পুলিশ। শতশত মিটার দূরেও বিস্ফোরণটির আঘাত হানার খবর পাওয়া গেছে। এর আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, কেন্দ্রীয় জাবাব চত্বরের কাছে একটি গাড়িতে এই ভয়াবহ বিস্ফারণ হয়।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, কাবুলের আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল মেঘ ভাসতে থাকে। এছাড়া কাবুল থেকে বিবিসির প্রতিবেদক হারুন নাজাফিজাদা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই আতঙ্কগ্রস্ত হয়ে মানুষ এদিক ওদিক ছুটতে থাকে। এসময় আহত অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের স্থানসহ আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ।