• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

আন্দ্রে রাসেলের নারী ইনিংস প্রিয়াঙ্কা-দীপিকার সঙ্গে


প্রকাশিত: ২:৪০ পিএম, ১৫ এপ্রিল ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪০১ বার

andra rasel-www.jatirkhantha.com.bd
অনলাইন ডেস্ক রিপোর্টার :  আন্দ্রে রাসেলের নারী ইনিংস এবার প্রিয়াঙ্কা-দীপিকার সঙ্গে। ডোপিং কোড ভঙ্গের দায়ে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ অবস্থায় চুটিয়ে নারী ইনিংস চালাচ্ছেন আন্দ্রে রাসেল।ক্যারিবীয় এই অলরাউন্ডার ইতিমধ্যেই একটি মিউজিক ভিডিও বের করার উদ্যোগ নিয়েছেন, এরপর ক্যারিয়ার গড়তে চান বলিউডেও!

এ বছরই রাসেলের মিউজিক ভিডিও প্রকাশিত হবে। কাজটা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বলিউডে অভিনয় করাটাকেও লক্ষ্য হিসেবেই দেখছেন তিনি, ‘হ্যাঁ, আমি বিনোদন-জগতে ক্যারিয়ার গড়ার চেষ্টা করছি। আমার মিউজিক ভিডিওটাও ভারতের বাজার ভেবেই তৈরি হচ্ছে। এরপর হয়তো বলিউডের ছবিতে অভিনয়ের সুযোগটা খুঁজব।’Deepika-Vs-Priyanka-www.jatirkhantha.com.bd

লস অ্যাঞ্জেলসের জেমিনি মিউজিক এই ভিডিওটি প্রকাশ করছে। জেমিনি সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী জাস্টিন বিবারের ‘স্যরি’ অ্যালবামটিও প্রকাশ করেছে।
ক্যারিবীয় ক্রিকেটারদের বিনোদন জগতের সঙ্গে সম্পর্কটা নতুন কিছু নয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই ডোয়াইন ব্রাভো তাঁর ‘চ্যাম্পিয়ন’ মিউজিক ভিডিও দিয়ে তোলপাড় ফেলেছিলেন। এরপর ব্রাভো ‘জায়েগারবম্ব’ ও ‘ট্রিপ আভি বাকি হ্যায়’ নামের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা হয়েছে রাসেলের। সেখানে বলিউডে অভিনয়ের ব্যাপারে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু টিপস মিলেছে তাঁর কাছ থেকে। মিউজিক ভিডিওকে এই মল্লিকার রাসেলের সহশিল্পী হওয়ারও সম্ভাবনা আছে।

তাঁর ভিডিওতে সহশিল্পী হিসেবে নাম শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনের নামও। রাসেল নিজেই এই দুই অভিনেত্রীর কথা বলেছেন, ‘আমি এপ্রিলে ভারতে আসব। তখন আমার সহশিল্পীদের বিষয়ে কথাবার্তা হবে। তবে আমি সত্যিই আমার ভবিষ্যৎ ভিডিওগুলোতে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনোর মতো অভিনেত্রীদের চাই।’