আজ হ্যাপি বার্থডে নাসির হোসেনের
স্পোর্টস রিপোর্টার ; ৩০ নভেম্বর দেশের অন্যতম সেরা অলরাউন্ডার নাসির হোসেনের জন্মদিন। ভক্তদের নিকট তিনি মিস্টার ফিনিশার হিসেবে পরিচিত। নাসির হোসেন ১৯৯১ সালে রংপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট‚ ওয়ানডে ও টি-২০ সব ফরম্যাট খেলছেন।
জাতীয় দলে হয়ে ১৭টি টেস্ট ম্যাচ খেলে ৩৭.৩৪ গড়ে ৯৭১ রান করেছেন। ওয়ানডে ম্যাচ খেলেছেন ৫৬ টি। এ ফরম্যাটে তার গড় ৩২.৩৯, মোট রান ১২৩১ রান। ২৯টি টি২০ ম্যাচ খেলে ৩৬৭ রান করেছেন। এছাড়া ২০১৫ সালের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
নাসির হোসেন এবার বিপিএলে ঢাকা ডায়নামাইটস হয়ে খেলছেন। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেললেও দলের বাইরে রয়েছেন অনেকদিন। তবে ভক্তদের আশা শিগগিরই দলের হয়ে পারফর্ম করবেন তিনি। নাসির হোসেনের জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা রইলো।