আজ মান রক্ষার লড়াই টাইগারদের
স্পোর্টস রিপোর্টার : দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশ শঙ্কায় টাইগাররা। মান বাঁচানোর এমন সমীকরণ সামনে রেখে শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার প্রতিশোধ নিতে চায় কিউইরা। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য একটি জয়।
চলতি বছর বাংলাদেশ খুব বেশি ম্যাচ খেলেনি। বিশেষকরে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। তারপরও বেশ কয়েকটি সিরিজ ও টুর্নামেন্টে টাইগারদের দুর্দান্ত পারফরম্যান্সে আগের বছরের ছায়া খুঁজে পাওয়া গেছে শেষ হতে যাওয়া এই বছরেও।
বাংলাদেশের চলতি বছর শুরু হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ ড্র করেছিল ২০১৬ সালে ১৬টি টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ। যার মধ্যে অবশ্য সাফল্য খুব বেশি নয়, জিতেছে মাত্র ৭টি ম্যাচে।
তাই শেষ ম্যাচ জিতে বছরটা রঙিনভাবেই শেষ করতে চায় মাশরাফি বাহিনী।
মাশরাফিদের লক্ষ্য এখন শেষ ওয়ানডেতে ভালো করা। আগের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে চমৎকার শুরুর পরও হারতে হয়েছে বাজেভাবে। শেষ ওয়ানডে সেই ভুলগুলো শুধরে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। সিরিজ হারলেও অন্তত শেষ ম্যাচটি জিতে সফরের বাকি ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবেন সবাই।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘শেষ ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ। পেশাদার ক্রিকেটার হিসেবে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। একটি ম্যাচ জিততে পারলেও বড় কিছু হবে।’