• শনিবার , ২৩ নভেম্বর ২০২৪

আজ টাইগারদের নতুন সেটে সিরিজ জয়ের লক্ষ্য


প্রকাশিত: ২:৪৭ এএম, ২০ জানুয়ারী ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

3নীপা খন্দকার:   আজ টাইগারদের নতুন সেটে সিরিজ জয়ের লক্ষ্য ।সৃজনশীলতার কোনো শেষ নেই, স্থিতিই এখানে মৃত্যু! যুগোপযোগী থাকতে গেলে প্রতিনিয়ত নতুন কিছু সৃষ্টি করে যেতে হবে_ এমনই এক দর্শনে বিশ্বাসী কোচ হাথুরুসিংহে পাশে পেয়েছেন তার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

4তাই এ সিরিজ ঘিরে ‘পরীক্ষা-নিরীক্ষা’য় কিছু লোকের মৃদু আপত্তি থাকলেও তা ধোপে টেকেনি; বরং আজ নতুনদের নিয়েই সিরিজ জয়ের আলপনা এঁকে রেখেছেন মাশরাফি। খুলনার সেই সাজানো মঞ্চেই আজ পা পড়তে যাচ্ছে আবু হায়দার রনি, মুক্তার আলীর মতো নতুন কুঁড়িদের।

নবীনবরণের এ অনুষ্ঠান যাতে মাটি না হয়ে যায়, সে জন্য অবশ্য পাশেই আছেন তামিম, মাহমুদুল্লাহ, সাকিব, মাশরাফিদের মতো বড় ভাইয়েরা, ‘কাউকে সুযোগ না দিয়ে তো বোঝা যাবে না তার প্রতিভা, তাই নতুনদের সুযোগ দিতেই হবে। কেননা, আমরা শুধু এ সিরিজ নয়, সামনের বড় দুটি টুর্নামেন্ট ঘিরেও একটা ভিশন সাজিয়েছি।

সেখানে হয়তো মুস্তাফিজের বিকল্প কেউ হতে পারবে না; কিন্তু নতুনদের নিয়ে চেষ্টা তো করতে হবে।’ মাশরাফির যুক্তি বেশ পরিষ্কার, এখন নয় তো কখন?চার ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়ে এরই মধ্যে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল। রাতে টিম হোটেলে ক্যারম বোর্ড আর সকালে উঠে মাঠে এসে নেট প্র্যাকটিস_ বেশ ফুরফুরে মেজাজে মাশরাফিরা।

তাই হাতে থাকা সিরিজের বাকি দুটি ম্যাচকেই নতুন করে লক্ষ্য ধরেছেন কোচ হাথুরুসিংহে। দুই সেট প্রশ্নপত্রে বেশ ভালোই পরীক্ষা দিয়েছেন ছেলেরা। এখন বাকি দুটি ম্যাচের জন্য নতুনদের নিয়ে পাজেল বোর্ড তৈরি করে রেখেছেন। অলিখিত একটি নোটিশ বোর্ড টানিয়ে দিয়েছেন ড্রেসিংরুমে, যেখানে বলা হচ্ছে সিরিজটি দুই ম্যাচের, আর আজই তার প্রথমটি।

অর্থাৎ নতুন সেটের প্রথম পরীক্ষা! মুশফিক না থাকায় আজ ইমরুলের খেলা প্রায় নিশ্চিত; কিন্তু ব্যাটিং অর্ডারের কোথায় নামবেন তিনি। একে তামিম, দুইয়ে সৌম্য, তিনে সাবি্বর জমে গেছেন। এখন ইমরুলের জায়গা কোথায়? নির্বাচক হাবিবুল বাশার সুমন চওড়া হাসিতে যে ইঙ্গিত দিলেন, তাতে কৌতূহল যেন আরও বাড়িয়ে দিয়েছে।

হতে পারে আজ সাবি্বরের বদলে তিনে নামবেন ইমরুল এটা দেখে নেওয়ার জন্য যে চারেও সাবি্বরের পেশি কতটা ফুলে উঠতে পারে। তবে মাহমুদুল্লাহর পর সাকিবের নামাটা নিয়ম করে ফেলতে চাইছেন কোচ। ধাঁধা আছে সাত নম্বর ব্যাটিং অর্ডার নিয়েও, সেখানে কি উইকেটকিপার কাম ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, নাকি নবাগত মোসাদ্দেক হোসেন সৈকত?

বিকেল পর্যন্ত যা খবর তাতে আজকের একাদশে চারটি পরিবর্তন অবশ্যম্ভাবী, যেখানে ইমরুল কায়েস, আরাফাত সানি, আবু হায়দার রনি নিশ্চিত। শুধু মোসাদ্দেক সৈকত, মুক্তার আলী আর তাসকিনকে নিয়ে কথা চলছে নির্বাচক, কোচ আর অধিনায়কের সমন্বয়ে গড়া টিম ম্যানেজমেন্টের মধ্যে।

কেউ চাইছেন পেস বিভাগে আবু হায়দার রনির সঙ্গে মোহাম্মদ শহীদ থাকলে দুই অভিষিক্তকে নিয়ে মাশরাফির ভাবনা বেড়ে যেতে পারে। সুতরাং সেখানে তাসকিনকে খেলানো যেতে পারে। আবার কারও যুক্তি, মুক্তার আলীকে এনে অলরাউন্ডার বাড়ানো যেতে পারে।

তবে সিরিজটিই যেহেতু হাথুরুর ল্যাবরেটরির বিষয়, তাই একাদশ ঘিরে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে জয়ের ব্যাপারে কিন্তু কোনো ধরনের দ্বিমত নেই।জিম্বাবুইয়ান কোচ ডেভ হোয়াটমোর যতই বলুন, ‘বাংলাদেশ দল নতুনদের নিয়ে কিছুটা অনভিজ্ঞ, আসলে এটাই আমাদের ম্যাচ জয়ের দারুণ সুযোগ’, এটা মানতে নারাজ মাশরাফি।

এদিন প্র্যাকটিস শেষে ড্রেসিংরুমে ফেরার পথেই বললেন তা, ‘অনভিজ্ঞ কোথায়, আমাদের টপ অর্ডারে সবাই অভিজ্ঞ। শুধু মুশফিককে মিস করছি। আর পেস বিভাগে আমি তো থাকছিই…।’ বোলিংয়ের নেতৃত্বে থাকলেও আজ তাকে ব্যাট হাতেও তাণ্ডব প্রদর্শনে দেখা যেতে পারে। কেননা, এখনও দুটো ম্যাচের কোনোটিতেই তাকে ব্যাট করতে হয়নি।

কোচ চাইছেন প্রয়োজনে মাশরাফির ব্যাটিং হাতটাও পাকিয়ে নিতে। তাই গতকাল নেটে অনেকক্ষণ বল তুলে মারার প্র্যাকটিস করলেন অধিনায়ক। কখনও শহীদকে, কখনও সানিকে তুলে বাউন্ডারি-ছাড়া করলেন। আসলে এই সিরিজে দলের টুকটাক সবকিছুই টিউনিং করে নিতে চাইছেন কোচ। তবে সবকিছুই সিরিজ জয়ের লক্ষ্যে অটুট থেকে।