• মঙ্গলবার , ১৪ জানুয়ারী ২০২৫

আগুন সন্ত্রাসীর দাম ২০ হাজার-তথ্য দিলেই পুরস্কার দেবে কমিশনার


প্রকাশিত: ৯:৫৩ পিএম, ৬ নভেম্বর ২৩ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫২ বার

 

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতাকারী ও অগ্নি সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সের তৃতীয় তলায় সম্মেলন কক্ষে পেট্রোল পাম্প মালিক সমিতির নেতাদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময়ের সময় তিনি এ ঘোষণা দেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘দেশব্যাপী চলছে বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধ কর্মসূচি। তাদের ঘোষিত দ্বিতীয় দফার এই কর্মসূচিতে ৩০ ঘণ্টায় ১৩টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজি ও একটি লেগুনাসহ মোট ১৮টি যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।এ অবস্থায় জনগণের জানমাল রক্ষা এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কৌশল হাতে নিয়েছে ডিএমপি। অগ্নিসন্ত্রাস রোধে সংশ্লিষ্ট থানা এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্লিয়ারেন্স ছাড়া বোতলে খোলা তেল বিক্রি করা যাবে না।

লাইসেন্স ছাড়া কেউ খোলা বোতলে তেল বিক্রি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন, প্রতিটি পেট্রোল পাম্পে সিসিটিভি ক্যামেরা এমনভাবে স্থাপন করতে হবে যাতে এক বিন্দু জায়গাও বাদ না পরে। যাতে কোন দুষ্কৃতিকারী খোলা বোতলে তেল কিনে নিয়ে নাশকতা করতে না পারে।পেট্রোল পাম্প মালিক সমিতির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীতে আপনারা আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন,

শত বাধা-বিপত্তি উপেক্ষা করে আপনারা জনগণের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সবসময় এ চক্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন।’তিনি বলেন, ‘জনগণের জানমাল রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় প্রস্তুত আছে এবং আপনাদের পাশে থাকবে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং এই অগ্নিসন্ত্রাস যৌথভাবে মোকাবিলা করতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ‘অবরোধ কর্মসূচিতে রাজধানীকে নিরাপদ রাখার জন্য পুলিশের উপস্থিতি দৃশ্যমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ২৪ ঘন্টা পোশাকে এবং সাদা পোশাকে দায়িত্ব পালন করছে। অবরোধ কর্মসূচিতে বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রলবোমা মারছে, সহিংসতা ও নাশকতা করছে তাদের অনেককে আমরা হাতেনাতে গ্রেপ্তার করেছি।’তিনি বলেন, ‘অনেক প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে তাদের (নাশকতাকারী) ধরিয়ে দিয়েছেন। যারা অগ্নি সন্ত্রাস করবে তাদেরকে ধরিয়ে দিলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করবে। ’

এ সময় কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে নগরবাসীকে উদ্বিগ্ন না হতেও পরামর্শ দেন ডিএমপি কমিশনার। কমিশনার বলেন, আপনাদের যেকোনো সমস্যায় নিকটস্থ থানার ডিউটি অফিসারকে, জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ ফোন করলে সঙ্গে সঙ্গে পুলিশ আপনাদের নিরাপত্তায় উপস্থিত হবে কিংবা মেসেজ টু কমিশনার এই ০১৩২০-২০২০২০ নম্বারে তথ্য দিতে পারবেন।