• মঙ্গলবার , ৭ মে ২০২৪

আগুন সন্ত্রাসীদের রেললাইনে নাশকতার চেষ্ঠা


প্রকাশিত: ২:০৮ এএম, ১১ নভেম্বর ২৩ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৭ বার


নান্দাইল প্রতিনিধি : আগুন সন্ত্রাসীরা এবার রেললাইনে নাশকতার চেষ্ঠা করেছিল। কিন্তু রাখে আল্লা মারে কে! এলাকাবাসীই কোনো দূর্ঘটনার আগে তা দেখে ফেলে। পরে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়ায় কোনো বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি।
ময়মনসিংহের নান্দাইলে রেললাইন কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার মুশুলী রেল স্টেশনের অদূরে নীলগঞ্জ সীমানার কাছে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরে বা গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ভৈরব-ময়মনসিংহ রেলপথের প্রায় ১৮ ইঞ্চির মতো জায়গা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার ১০ নভেম্বর বিকেলের দিকে স্থানীয় বাসিন্দারা কিশোরগঞ্জের নীলগঞ্জের হাজী মমতাজ উদ্দিন ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুটবল খেলতে যাচ্ছিলেন। রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় মোহনপুর এলাকায় রেললাইন কাটা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. এরশাদুল ইসলাম ভূঁইয়াকে জানান। পরে ইউপি সদস্য ঘটনাটি থানায় জানালে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক প্রশাসনের নানা পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

বিকেল ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির গতি কমিয়ে বিশেষ কায়দায় ঝুঁকি নিয়েই রেললাইনের কাটা অংশ অতিক্রম করার ব্যবস্থা করেন রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা।

নান্দাইলের ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, ঘটনাস্থলে গিয়ে বুঝতে পারি রেললাইন কেটে ফেলার ঘটনাটি পূর্ব পরিকল্পিত নাশকতা। এতে ট্রেন দুর্ঘটনায় পড়ে জানমালের ব্যাপক ক্ষতি হতে পারত। ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক মো. আবদুর রাজ্জাক ফকির দৈনিক সত্যকথা প্রতিদিন কে বলেন, রেললাইন কাটার খবর শুনে দ্রুত রেললাইন পরিদর্শন করি । পরে ঘটনাস্থলে এসে পড়া একটি ট্রেনের গতি কমিয়ে খুব আস্তে আস্তে রেলের কাটা অংশ অতিক্রম করাই। পরে লাইন মেরামতের কাজ শুরু করি।