• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী’


প্রকাশিত: ৫:৩৯ পিএম, ৬ জুন ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

 

 

স্টাফ রিপোর্টার :  আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে মত প্রকাশ করেছেন প্রধান নির্বাচন cecকমিশনার কে এম নূরুল হুদা।তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী থাকবে।তবে ৩০ জুলাইয়ের তিন সিটি করপোরেশেন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভবনা নেই। পরিস্থিতি তৈরি হলে তখন দেখা যাবে।নির্বাচন কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ওপর প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে আজ বুধবার দুপুর ১টার দিকে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আজ বুধবার বরিশাল ও ফরিদপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ চলছে।জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রি. জে. মোহাম্মদ সাইদুল ইসলাম, অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান প্রমুখ।