• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার মতো শক্তি বাংলাদেশে নেই: শেখ হাসিনা


প্রকাশিত: ৭:৫০ পিএম, ১১ জানুয়ারী ২৩ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

বিশেষ প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার মতো শক্তি বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১১ জানুয়ারি) বিকেলে সংসদে তিনি এ মন্তব্য করেন।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের শিকড় অনেক গভীরে। কারও পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি।

তিনি বলেন, আইয়ুব খান, ইয়াহিয়া, জিয়া, এরশাদসহ অনেকেই আওয়ামী লীগকে ধ্বংস করতে চেষ্টা করেছে। তারা আওয়ামী লীগকে ধ্বংস করতে পারেনি, পারবেও না।সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে জনগণের সেবা করা। মানুষের ভাগ্য পরিবর্তন করা।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কথা দিলে কথা রাখে। ওয়াদা দিলে ওয়াদা রাখে। যতটুকুই করতে পারব ততটুকুই বলি। আর ততটুকুই করে মানুষের সেবা নিশ্চিত করি।প্রধানমন্ত্রী বলেন, রোজার মাসে মানুষ যাতে কোনো কষ্ট না পায়। কেউ মজুত করার চেষ্টা করলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।