• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

আইপিএল এবার সাকিব হারলেও জিতলেন মুস্তাফিজ


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ৯ মে ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৪ বার

স্পোর্টস রিপোর্টার  :   রবিবারের যে কোনো বিষয়কেই ভারতীয় গণমাধ্যম বলে থাকে রবিবাসরীয়। 1আর এই রবিবাসরীয়তেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মাতিয়ে রাখলেন দুই বাংলাদেশি মুস্তাফিজ ও সাকিব আল হাসান।

এদিন মুস্তাফিজুরের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। এ ম্যাচে ৮৫ রানের বিশাল জয় পেয়েছে মুস্তাফিজরা। চমক ছিল মুস্তাফিজের মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশি এই তরুণ তুর্কি।

এদিকে অপরম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে ব্যাট হাতে চমক দেখালেন বাংলাদেশি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিন তিনি গুজরাট লায়ন্সের বিপক্ষে ব্যাট হাতে দর্শনীয় অর্ধশতকের পাশাপাশি কলকাতাকে ১৫৮ রানের লড়াকু ইনিংস গড়তে বড় ভূমিকা রাখেন।

আজকের ম্যাচের দলীয় ব্যাক্তিগত সর্বোচ্চ ৬৬ রান করেন। যার মধ্যের ছিল ৪টি ওভার বাউন্ডারি ও ৪টি দর্শনীয় বাউন্ডারির মার। ঝলমলে এই ইনিংসের সুবাদে ব্যাটসম্যান সাকিব আল হাসান নাইটদের ত্রাতারূপে ফের আবির্ভূত হলেন।তবে ম্যাচ দুটির মধ্যে সাকিবের কেকেআর হেরেছে এবং মুস্তাফিজের হায়দরাবাদ জিতেছে।