আইপিএলে ইতিমধ্যে’ই আতংক মুস্তাফিজ -সতর্কভাবে সামলানোর পরামর্শ ফিজিও’র
আসমা খন্দকার : আইপিএলে ইতিমধ্যে’ই আতংক হয়ে উঠছে কার্টারম্যান মুস্তাফিজ। তাই তাকে সতর্কভাবে সামলানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশের ফিজিও।আইপিএলে সামলাতে হয় টানা খেলার ধকল। সঙ্গে সাম্প্রতিক চোটের ইতিহাস মিলিয়ে মুস্তাফিজকে নিয়ে শঙ্কার জায়গাটি থাকছেই।
তাই মুস্তাফিজুর রহমানকে সতর্কতার সঙ্গে সামলাতে তার আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের ফিজিওকে বিস্তারিত নির্দেশনা পাঠিয়েছেন বাংলাদেশের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
সেই শঙ্কা থেকেই সতর্ক বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান করে রেখেছেন তার করণীয়টুকু। তিনি সাংবাদিকদের বলেন, ‘আপাতত মুস্তাফিজকে নিয়ে কোনো সমস্যা নেই, অন্তত বোলিং নিয়ে। থ্রোয়িং নিয়ে কিছু সমস্যা আছে।
সীমানা থেকে এখনও পুরোপুরি থ্রো করতে পারছে না, হয়ত ৫০ গজ বা এমন জায়গা থেকে করতে পারছে। ম্যাচে তো এমনিতেও থ্রো খুব বেশি করতে হয় না সীমানা থেকে। তারপরও আস্তে আস্তে কিভাবে থ্রোয়িং আর্মে প্রেশার দিয়ে স্বাভাবিক অবস্থায় আনতে হবে, সেটা জানিয়ে দিয়েছি।’
মুস্তাফিজের চোটের ইতিহাস এবং ফিটনেস ট্রেনিং, অনুশীলনে ও নেটে তাকে কিভাবে সামলানো উচিত, সেটি বিস্তারিত জানিয়ে বায়েজিদুল এর মধ্যেই সানরাইজার্স হায়দরাবাদের ফিজিও থিও কাপাকুলাকিসকে কয়েক দফায় ইমেইল করেছেন।
‘একেকজন ক্রিকেটারকে সামলাতে হয় একেকভাবে। মুস্তাফিজের ক্ষেত্রে হয়ত আমরা দু দিন বোলিং করিয়ে একদিন বিশ্রাম দেই। কখনও অবস্থা বুঝে একদিন বোলিং, একদিন বিশ্রাম। এই ব্যাপারগুলো জানিয়েছি। নেটে বা অনুশীলনে কতটুকু লোড দেওয়া উচিত, ওর শরীরের ধরন কেমন, এসব বিস্তারিত জানিয়ে দিয়েছি।’
টুর্নামেন্ট শুরু হয়ে গেলে আইপিএলে অনুশীলন সেশন খুব বেশি থাকে না। অনুশীলনের চাপ নিয়ে তাই খুব বেশি দুর্ভাবনা নেই বাংলাদেশের ফিজিওর। তবে টানা খেলা, টানা ভ্রমণ এবং মাঠের বাইরে ফ্র্যাঞ্চাইজির নানা অনুষ্ঠানের ধকল আছে। বায়েজিদুলের মতে, এসব ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে মুস্তাফিজকেই।
‘এসবের সঙ্গে মানিয়ে নিতে হবে ওকেই। যাওয়ার আগে বিস্তারিত সব কিছু বুঝিয়ে দিয়েছি ওকে। ফিটনেস ড্রিল থেকে শুরু করে সব কিছু লিখিত আকারে দিয়ে দেয়া হয়েছে সঙ্গে। আশা করি সে অনুসরণ করবে।’
সানরাইজার্সে মুস্তাফিজ বোলিং কোচ হিসেবে পাচ্ছেন পাকিস্তানের কোচের পদ থেকে সদ্য পদত্যাগ করা ওয়াকার ইউনুসকে। মূল কোচ সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টম মুডি। দলের অধিনায়ক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
১২ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স।