• শনিবার , ২৩ নভেম্বর ২০২৪

আইপিএলের বিশ্বরেকর্ড মুস্তাফিজের-‘ম্যাজিকাল? মিস্ট্রিয়াস? ম্যাগনিফিসেন্ট?


প্রকাশিত: ৩:৩৩ পিএম, ২৪ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

আসমা খন্দকার  :    আইপিএলের বিশ্বরেকর্ড মুস্তাফিজের-‘ম্যাজিকাল? মিস্ট্রিয়াস? ম্যাগনিফিসেন্ট? 1কাল হায়দরাবাদ সানরাইজার্সের অফিশিয়াল টুইটার থেকে টুইট করা হলো, ‘ম্যাজিকাল? মিস্ট্রিয়াস? ম্যাগনিফিসেন্ট? আমরা তো আমাদের তারকা খেলোয়াড় মুস্তাফিজের জন্য বিশেষণের সংকটে পড়ে যাচ্ছি!’

Mustafij-www.jatirkhantha.com.bdমুস্তাফিজকে কেক মাখিয়ে দিলেন লক্ষ্মণ। ডেভিড ওয়ার্নার নিজেকে ধন্য মনে করতেই পারেন। মুস্তাফিজুর রহমানের মতো বোলারকে দলে পেলে ওয়ার্নার কেন, যেকোনো অধিনায়কই বর্তে যাবেন। টি-টোয়েন্টি ক্রিকেটে যে ব্যাটসম্যানদের চার-ছয়ের ফুলঝুরি আটকে রেখে দলের জয়ে ভূমিকা রাখা যায়, সেটা মুস্তাফিজই প্রমাণ করে চলেছেন বারবার। এখন পর্যন্ত আইপিএলে পাঁচ ম্যাচে মাঠে নেমে মুস্তাফিজ দিয়েছেন মাত্র ১১৫ রান। ওভারপ্রতি গড় ৫.৭৫। উইকেট ৭টি।

2গতকাল শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে প্রথম ৯ বলে কোনো রান না দিয়ে তাঁর উইকেট তুলে নেওয়ার ঘটনাটিও আইপিএলের ইতিহাসে প্রথম ঘটল। প্রথম ১২ বলের ১১টিই ডট। তিন ওভার শেষেও নামের পাশে রান মাত্র ৩। ইনিংসেও নিজের শেষ ওভারটায় দিলেন ৬ রান, নিলেন আরও এক উইকেট। হোক না টি-টোয়েন্টির শেষ ওভার, মুস্তাফিজের এক ওভারে ৬ রান! সুনীল গাভাস্কার তো বলেই ফেললেন, খুবই ‘খরুচে’ বোলিং করে ফেললেন মুস্তাফিজ।

এই বাঁহাতি পেসার এখন এমনই জায়গায় নিয়ে গেছেন নিজেকে। আইপিএলে মুস্তাফিজ-বিস্ময় চলছেই। হায়দরাবাদের প্রতি ম্যাচেই ভাষ্যকারদের একটা দীর্ঘ সময়জুড়ে থাকে তাঁর নিয়ে কথাবার্তা। প্রতি ম্যাচ শেষে কোচ-অধিনায়ককেও বলতে হয় মুস্তাফিজকে নিয়ে। এই মুহূর্তে মুস্তাফিজকে নিয়ে নতুন কিছু বলাও তো এক কঠিন চ্যালেঞ্জ। প্রতিদিন বলতে বলতে বিশেষণও তো ফুরোয়, কিন্তু মুস্তাফিজের বিস্ময় যে ফুরোচ্ছে না!

1ওয়ার্নার নিজেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলের জয়ে। তবে পুরো কৃতিত্ব যেন তিনি বোলারদের দিয়ে দিতে চাইছেন। আরও স্পষ্ট করে বললে মুস্তাফিজকে। তাঁর মতো প্রতিভা ক্ষণজন্মা। বিরল। বাংলাদেশের সৌভাগ্য, এই প্রতিভা অন্য কোনো দেশ নয়, পেয়েছে বাংলাদেশ। সেটাই বললেন ওয়ার্নার, ‘ভিন্ন ভিন্ন গতিতে বল করতে পারা আর বিভিন্ন গোপন অস্ত্রের ব্যবহার—এক কথায় অসাধারণ! মুস্তাফিজের মতো প্রতিভা পেয়ে বাংলাদেশ গর্ব করতেই পারে।’

​মুস্তাফিজের সৌজন্যে ‘বাংলা’ও এখন ক্রিকেট মহলে আলোচিত। যেমন কাল ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে বেশ সাবলীল বাংলাতেই প্রতিক্রিয়া জানিয়ে দিলেন। অবশ্য দুই বাক্যেই। আর মুস্তাফিজের জন্য এখন বাংলা শেখার ধুম পড়েছে। শুরুটা তাঁর কোচ ও অধিনায়কই করেছিলেন। হায়দরাবাদের অনেক অবাঙালি সমর্থকও এখন বাংলায় এক-দুটি শব্দ পোস্ট করার দিকে ঝুঁকছেন সামাজিক মাধ্যমগুলোতে।

কোচ টম মুডি প্রথম দিন বাংলায় পোস্ট দিতে গিয়ে গড়বড় করে ফেলেছিলেন। কালও চেষ্টা করলেন। তাতে খুব একটা সফল হয়েছেন বলা যাবে না। তবে এবার আর বাংলা লিখতে গিয়ে বাংলিশ লেখেননি। ইনস্টাগ্রামের একটা ছবি পোস্ট করেছেন। মুস্তাফিজের মুখে কেক মাখিয়ে দিচ্ছেন হায়দরাবাদের মেন্টর ভি ভি এস লক্ষ্মণ। সেটারই ক্যাপশনে লিখেছেন, ‘ফিজের জন্য কেক উদ্‌যাপন! ম্যান অব দ্য ম্যাচ হওয়ার জন্য মুস্তাফিজ তোমাকে অভিনন্দন। কী অসাধারণ পারফরম্যান্স!’