• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

আইন ভঙ্গকারী সেই প্রতিমন্ত্রী’র ভুলশিকার-


প্রকাশিত: ৪:১০ পিএম, ১০ জানুয়ারী ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৭০ বার

স্টাফ রিপোর্টার : আইন ভঙ্গকারী প্রতিমন্ত্রী পলক অবশেষে ভুল স্বীকার করেছে। হেলমেট ছাড়া মোটরসাইকেলে ওঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভুল স্বীকার করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি আমাকে বলেছেন, আমার ভুল হয়েছে, দুঃখিত। পুনরায় আর করব না।সেতুমন্ত্রী বলেন, তিনি একজন মন্ত্রী হিসেবে খোলা মনে কথাটি বলেছেন এবং ভুল স্বীকার করার পর আমি তো আর কিছু বলতে পারি না।

এর আগে গত ৮ জানুয়ারি যানজটের কবলে পড়ে জুনাইদ আহমেদ পলক নিজের গাড়ি রেখে মোটরসাইকেলে চড়ে মন্ত্রীসভার প্রথম দিনের অফিসে যান। এ ঘটনার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায় মোটরসাইকেলে বসে থাকা পলকের মাথা হেলমেট নেই। এ নিয়ে ব্যপক সমালোচনার মুখে পড়েন তিনি।