• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

‘অস্ট্রেলিয়া হাড়ে হাড়ে টের পেয়েছে’


প্রকাশিত: ৭:৫১ পিএম, ৩০ আগস্ট ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯৮ বার

 
স্টাফ রিপোর্টার :  ম্যাচে ব্যাট-বলের যুদ্ধ তো ছিলই, সঙ্গে ছিল শারীরিক ভাষার যুদ্ধও। যে যুদ্ধে অজিদের ছেড়ে কথা বলেনি Musfic-www.jatirkhantha.com.bdটাইগাররা। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট জয়ের আনন্দের সঙ্গে বাড়তি এই বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে অধিনায়ক মুশফিকুর রহিমের কাছে।ক্রিকেটের সূচনালগ্ন থেকে বিশ্ব ক্রিকেটকে শাসন করা দলটি হেরে গেছে শারীরিক ভাষাতেও। সেটি বোঝাতেই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একটি ঘটনা তুলে ধরলেন মুশফিক।

‘মাঠে তারা তো আক্রমণাত্মক ছিলই, তারাও বুঝেছে বাংলাদেশ দল কতটা আক্রমণাত্মক হতে পারে। শুধু ব্যাট-বলে না, শারীরিক ভাষায় কতটুকু আক্রমণাত্মক বাংলাদেশ, সেটিও তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। খেয়াল করলে দেখবেন, লাঞ্চের আগে, তখন আরও ৬ মিনিট বাকি ছিল।

sakib-www.jatirkhantha.com.bdম্যাক্সওয়েল প্রায় ৫ মিনিট সময় নিচ্ছিল যে এই ওভারটার পরে যেন বিরতি নেয় আম্পায়াররা। এই ম্যাসেজটা অনেক কিছু শো করে। যে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চায়, সেই অস্ট্রেলিয়া কতটুকু ব্যাকফুটে চলে গেছে! তারা চাচ্ছে না আরেকটা ওভার খেলা হোক। এটা অনেক বড় ম্যাসেজ।’

পরক্ষণেই মুশফিক আনলেন মাঠে বাকযুদ্ধের প্রসঙ্গ। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় টপঅর্ডারদের নানা কথা বলে চাপ প্রয়োগের চেষ্টা করেছিল অজিরা। তামিম-সাকিবদের উপরই কেবল নয়, টেলএন্ডার ব্যাটসম্যানরাও রেহাই পায়নি তাদের স্বভাবসুলভ আচরণ থেকে।

মুশফিকের ভাষায়, ‘শুধু আমাদের না, যারা টেলএন্ডারে ব্যাটিং করতে গিয়েছে তাদের উপরও চাপ ছিল। অস্ট্রেলিয়া জানে যে, এই উইকেটে একটা-দুইটা রান কত গুরুত্বপূর্ণ। শুধু সিনিয়র প্লেয়ার না, যারা তরুণ তাদেরকেও ওরা অনেক কথা বলেছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। অস্ট্রেলিয়া বুঝেছে, বাংলাদেশ আগের জায়গায় নেই। শুধু ব্যাটে-বলে না।’

ব্যাট-বলের চাপের সঙ্গে গুলোও সফলভাবে সামলেছে বাংলাদেশ। মুশফিকের মতে, বাধা পেরিয়ে বাংলাদেশ ২০ রানের জয় ‍তুলতে পেরেছে বিশ্বাসের কারণে। একই বিশ্বাস নিয়ে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচটা জিতে সিরিজটাও বগলদাবা করতে চান টাইগার অধিনায়ক।

‘আমাদের এমন কিছু ক্রিকেটার আছে যারা যেকোনো পরিস্থিতি থেকে সামলে উঠতে পারি, বিশ্বাসটা আছে। সব মিলিয়ে খুব ভাল একটা ম্যাচ গেছে। এখন আত্মতুষ্টিতে না ভুগে এগোতে হবে। সিরিজ জয়ের অনেক বড় একটা সম্ভাবনা আছে এবং সেটা আমরা করতে চাই। এরকম সুযোগ সবসময় আসে না। এরকম চাপেও অস্ট্রেলিয়া দল সবসময় থাকে না। এটা আমরা কাজে লাগাতে চাই।’