অস্ট্রেলিয়ার নিরাপত্তা আশঙ্কা ভিত্তিহীন’-খামোখা বললেন-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
বিশেষ প্রতিবেদক.ঢাকা: বাংলাদেশে খেলতে আসার ক্ষেত্রে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপত্তা নিয়ে যে আশঙ্কা প্রকাশ করেছে, তা ‘ভিত্তিহীন’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অস্ট্রেলিয়ার একটি সংস্থা যে আশঙ্কা প্রকাশ করেছে তা ভিত্তিহীন। এটি খামোখা আশঙ্কা। ইতোমধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাসহ অনেক দেশ এসে আন্তর্জাতিক ম্যাচ খেলে গেছে। কোনো ধরনের সমস্যা হয়নি।
দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সোমবার বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়ার’ কথা জানিয়ে শনিবার হঠাৎ করেই সফর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয় দেশটির ক্রিকেট বোর্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়, তাদের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি) বাংলাদেশে ভ্রমণে বিষয়ে সতর্কতা জারি করায় সফর পেছানোর এই সিদ্ধান্ত। গত শুক্রবার ওয়েবসাইটে দেওয়া ডিএফএটির ওই নোটিসে বলা হয়, জঙ্গিরা বাংলাদেশে ‘অস্ট্রেলিয়ার স্বার্থের ওপর’ আঘাত হানার পরিকল্পনা করছে- এমন ‘নির্ভরযোগ্য তথ্য’ তাদের হাতে রয়েছে।
বিষয়টি নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাংবাদিকদের বলেন, আমি গোয়েন্দা সংস্থাসহ অন্যদের সঙ্গে আলাপ করেছি। এ ধরনের কোনো আশঙ্কা নেই। আমি আপনাদের মাধ্যমে অস্ট্রেলিয়া দলকে জানাতে চাই, আমরা পূর্ণ নিরাপত্তা ঘোষণা করছি। এখানে কোনো ধরনের সমস্যা হবে না।তার বিশ্বাস, জঙ্গিরা বাংলাদেশে কখনোই ‘আফগানিস্তান বা পাকিস্তানের মত’ শক্তিশালী হয়ে উঠতে পারবে না।আমরা এটি নিয়ন্ত্রণে রেখেছি। এদেশের জনগণ অত্যন্ত শান্তিপ্রিয় ও সচেতন। তারা জঙ্গিবাদকে কখনোই গ্রহণ করে না। এখানে টেরোরিজম ও জঙ্গিবাদ নেই।