• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

অসময়ে না ফেরার দেশে ন্যাপ ভাসানী’র ভাইস চেয়ারম্যান মুন্না-আজ কুলখানী


প্রকাশিত: ৪:২০ পিএম, ৯ আগস্ট ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৩৫ বার

altaf hosain munna-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার   :  অকালে বড় অসময়ে না ফেরার দেশে চলে গেছেন দেশের বিশিষ্ঠ রাজনীতিক, সমাজসেবী ও  ন্যাশনাল আওয়ামী পার্টি’র (ন্যাপ ভাসানী) কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মুন্না।

আজ মঙ্গলবার মরহুম মুন্নার কুলখানি। আজ বাদ আসর মরহুমের মিরপুর ১১ নম্বর, সি ব্লক, ১৬ নম্বর লেনের বাসভবনে এই কুলখানি অনুষ্ঠিত হবে।

কুলখানীতে মরহুমের সকল রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব, গুনগ্রাহী আত্মীয় স্বজনদের উপস্থিত থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত শনিবার মোঃ আলতাফ হোসেন মুন্না কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এক কন্যা সন্তান রেখে গেছেন।

মুন্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, ১০ দলীয় জোটের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী,
ন্যাপ ভাসানীর সেক্রেটারি জেনারেল নেয়াজ আহমদ খান, ন্যাপ ভাসানীর উপদেষ্ঠা এম আখতারুজ্জামান, এনডিপি চেয়ারম্যান আলমগীর মজুমদার, ন্যাপ ভাসানীর ভাইস চেয়ারম্যান জাকারিয়া খান ,আবব্দুল হাই সরকার ও সাংগঠনিক সম্পাদক মামুনর রহমান প্রমুখ।

ন্যাপ ভাসানীর শোক বিবৃতি-

এর আগে এক শোক বিবৃতিতে  ন্যাপ ভাসানীর চেয়ারম্যান ফারুকুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নেয়াজ আহমদ খান এক যুক্ত বিবৃতিতে বলেছেন, মরহুম মুন্না দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।তাঁর মৃত্যুতে জাতি একজন নিষ্ঠাবান রাজনীতিককে হারাল।এ ক্ষতি পূরণ হওয়ার নয়।