• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

অভিষেকেই মিরাজের রেকর্ড জাদু’র নেপথ্যে-


প্রকাশিত: ৫:৩৫ পিএম, ২০ অক্টোবর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার

5
প্রিয়া রহমান  :   অভিষেকেই মিরাজের রেকর্ড জাদু’র নেপথ্যে- কে তা নিয়ে চলছে তুমুল আলোচনা। ইংল্যান্ডের বিরুদ্ধে 3চট্টগ্রামে রেকর্ড গড়েছেন অভিষিক্ত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সবচেয়ে কম বয়সী বাংলাদেশী বোলার হিসেবে অভিষেকে ৫ উইকেট শিকার করেন তিনি।

তাঁর উইকেটগুলো হলো- জো রুট, গ্যারি ব্যালান্স, বেন ডাকেট, মঈন আলী ও জন ব্যারিস্টো।বাংলাদেশের প্রথম সাফল্য আসে অভিষিক্ত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের হাত ধরে। তিনি 14সরাসরি বোল্ড করেন বেন ডাকেটকে। তখন ইংল্যান্ডের রান ১৮ ও ডাকেটের রান ১৪।

ইনিংসের ১২তম ওভারের শেষ বলে ইংল্যান্ড শিবিরে আবারও আঘাত হানেন মিরাজ।

তিনি তুলে নেন ব্যালান্সের উইকেট।

লাঞ্চের পর দ্বিতীয় ওভারে আক্রমণে এসে ব্যক্তিগত ৪০ রানে জো রুটকে বিদায় করে ৬২ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।

এ সময় ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৮৭ রান।

প্রথম শ্রেণীর ক্রিকেটে মিরাজ খেলেছেন এ পর্যন্ত ১২টি ম্যাচ।

১৪ ইনিংস ব্যাট করে তিনি করেছেন ৫২৪ রান।

আর বল হাতে ১৯ ইনিংস বল করে নিয়েছেন ৪১টি উইকেট।