‘অভাবের কারণে নয়-অতি লোভের কারণে দুর্নীতি হচ্ছে’
স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘অভাবের কারণে দুর্নীতি হয় না। কিছু মানুষের অতি লোভের মানসিকতার কারণেই দুর্নীতি হচ্ছে। দুর্নীতিপ্রবণ এ মানসিকতা দূর করতে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মঙ্গলবার ডিবেট ফর ডেমোক্রেসির বিতার্কিকদের নিয়ে ‘দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মশালায় আরও বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল। কর্মশালা পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
দুদক চেয়ারম্যান বিতার্কিকদের উদ্দেশে বলেন, ‘আজকের ছাত্ররা গ্রেড কিংবা জিপিএ ৫-এর পেছনে ছুটছে। অনেক ক্ষেত্রেই তারা নিজ সক্ষমতা অর্জনের চেষ্টা করছে না। তাই দেশে অনেক সময় চাকরির জন্য যোগ্য প্রার্থী পাওয়া যায় না। একজন সক্ষম তরুণের জন্য শুধু দেশে নয়, বিদেশেও চাকরির দুয়ার খোলা রয়েছে।’
তিনি ছাত্র-ছাত্রীদের গ্রেড কিংবা জিপিএ ৫-এর পেছনে না ছুটে জ্ঞান আহরণের মাধ্যমে নিজ সক্ষমতা অর্জনের পরামর্শ দেন। দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘কমিশন কাউকে গ্রেফতার করতে চায় না। কিন্তু আসামিদের আইনের কাছে সোপর্দ করতে গ্রেফতার করা হচ্ছে।’
এই কর্মশালায় বিতার্কিক হিসেবে প্রাইম এশিয়া, ইবাইস, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ২৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেন।