• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

‘অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চাই’


প্রকাশিত: ৫:০৯ পিএম, ২৮ জুন ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

Barnicat-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার :  ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চাই যুক্তরাষ্ট্র এবং সেই নির্বাচন আয়োজনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে মার্শা বার্নিকাট এ কথা বলেন।

বার্নিকাট বলেন, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে ‘বাংলাদেশ সরকার। যে নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। সম্প্রতি অনুষ্ঠিত খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে বিএনপি। গণমাধ্যামে প্রকাশিত এ সব খবরে উদ্বেগ প্রকাশ করেন এই কূটনীতিক। ডিকাব সভাপতি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ মিশু।